এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন বায়ান্নর দিনগুলো
বহু নির্বাচনী প্রশ্ন
বায়ান্নর দিনগুলো
১। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন
কোন মাসে?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. মার্চ
ঘ. এপ্রিল
২। বঙ্গবন্ধুর ক্ষেত্রে কোন
বিশেষণটি সর্বাধিক প্রযোজ্য?
ক. রাজনীতিবিদ
খ. প্রতিবাদী
গ. অবিসংবাদিত
ঘ. বিখ্যাত
৩। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
কোনটি?
ক. ১০ জানুয়ারি
খ. ১০ ফেব্রুয়ারি
গ. ১৭ মার্চ
ঘ. ১৫ আগস্ট
৪। ছয় দফা
আন্দোলনের প্রবক্তা কে?
ক. সোহরাওয়ার্দী
খ. এ কে ফজলুল হক
গ. ভাসানী
ঘ. শেখ মুজিব
৫। হাচু ও
কামাল কোথায় খেলছিল?
ক. নিচে খ. মাঠে
গ. পার্কে ঘ. ঘরে
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মাগো, ওরা আমাদের মুখের ভাষা
কেড়ে নিতে চায়। মাত্র আর
কয়টা দিন অপেক্ষা করো, তোমার জন্য কথার
ঝুড়ি নিয়ে তবেই বাড়ি
ফিরব। মা পড়ে আর
হাসে, দুষ্টু খোকা! তোর
ওপর কি রাগ করতে
পারি?
৬। উদ্দীপকের প্রেক্ষাপট তোমার পঠিত
কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. বিড়াল
খ. আহ্বান
গ. অপরিচিতা
ঘ. বায়ান্নর দিনগুলো
৭। উক্ত সাদৃশ্যের কারণ—
i. ভাষাপ্রীতি
ii. সান্ত্বনা
iii. স্নেহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। জেলখানায় বঙ্গবন্ধুর সহকর্মী কে
ছিলেন?
ক. ভাসানী
খ. মহিউদ্দিন
গ. সোহরাওয়ার্দী
ঘ. মোখলেসুর রহমান
৯। ‘অনশন’ শব্দটির পাশে
কোনটি প্রযোজ্য?
ক. আন্দোলন
খ. বিক্ষোভ
গ. ধর্মঘট
ঘ. প্রতিবাদ
১০। বঙ্গবন্ধুকে কোন
জেলে স্থানান্তর করা হয়?
ক. নারায়ণগঞ্জ
খ. গোপালগঞ্জ
গ. ফরিদপুর
ঘ. সিলেট
১১। জেলখানায় স্থানান্তরের সময়
দেরি করায় বঙ্গবন্ধুর কী
প্রকাশ পায়?
ক. চালাকি
খ. দূরদর্শিতা
গ. কূটবুদ্ধি
ঘ. স্থূলবুদ্ধি
১২। ‘কিসমত’ শব্দের অর্থ কী?
ক. সৌভাগ্য
খ. দুর্ভাগ্য
গ. ভাগ্য
ঘ. পরিস্থিতির শিকার
১৩। বঙ্গবন্ধুর ফরিদপুর জেলখানায় যাওয়ার বাহন
কী ছিল?
ক. জাহাজ খ. নৌকা
গ. রেল ঘ. বাস
১৪। ‘বায়ান্নর দিনগুলো’
রচনায় কোন পার্কের উল্লেখ আছে?
ক. রমনা
খ. ভিক্টোরিয়া
গ. চন্দ্রিমা
ঘ. ন্যাশনাল
১৫। সহকর্মীদের কাছ
থেকে বিদায় নেওয়ার সময়
বঙ্গবন্ধু বলেছিলেন—
i. ক্ষমার কথা
ii. প্রতিশোধের কথা
iii. আত্মতৃপ্তির কথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬। কত
সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা
হয়?
ক. ১৯৫৭ খ. ১৯৫৯
গ. ১৯৬৮ ঘ. ১৯৬৭
১৭। মহিউদ্দিন কোন
রোগে ভুগছিলেন?
ক. ব্রংকাইটিস
খ. প্লুরিসিস
গ. হেপাইটাইটিস
ঘ. সাইনোসাইটিস
১৮। বঙ্গবন্ধুর অনশনে খাওয়ানোর সময়
জেল কর্তৃপক্ষের উদ্দেশ্য কী ছিল?
ক. সেবা করা
খ. আপ্যায়ন করা
গ. কোনো রকমে বাঁচিয়ে রাখা
ঘ. নির্যাতন করা
১৯। অনশনের সময়
বঙ্গবন্ধু ইচ্ছা করে কী
খেতেন?
ক. লেবুর শরবত
খ. বেলের শরবত
গ. চিনির শরবত
ঘ. গ্লুকোজ
২০। ‘প্যালপিটিশন’
শব্দটি কিসের সঙ্গে জড়িত?
ক. শিরা খ. মাথা
গ. হাত ঘ. পা
২১। স্লোগান শুনে
আবেগাপ্লুত বঙ্গবন্ধুর মাঝে কী
প্রকাশ পায়?
ক. দেশপ্রীতি
খ. স্বজনপ্রীতি
গ. কর্মীপ্রীতি
ঘ. ভাষাপ্রীতি
২২। ফরিদপুরে শোভাযাত্রা চলছিল কোন
তারিখে?
ক. ১৫ ফেব্রুয়ারি
খ. ২০ ফেব্রুয়ারি
গ. ২১ ফেব্রুয়ারি
ঘ. ২২ ফেব্রুয়ারি
২৩। নিচের কোন
বানানটি সঠিক?
ক. অপরিনামদর্শিতা
খ. অপরিণামদর্শিতা
গ. অপরীণামদর্শিতা
ঘ. অপরীনামদর্শিতা
২৪। আন্দোলন ও
দাঙ্গার ক্ষেত্রে আইনের কোন
ধারাটি ব্যবহৃত হয়?
ক. ১০২
খ. ১০৩
গ. ১৪১
ঘ. ১৪৪
২৫। ১৯৫২
সালে ছাত্র-জনতার ওপর
গুলি করতে কে নির্দেশ দেন?
ক. নাজিম উদ্দিন
খ. নুরুল আমিন
গ. ইয়াহিয়া খান
ঘ. আইয়ুব খান
২৬। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার আসে
কত তারিখে?
ক. ১৫ ফেব্রুয়ারি
খ. ২২ ফেব্রুয়ারি
গ. ২৫ ফেব্রুয়ারি
ঘ. ২৭ ফেব্রুয়ারি
২৭। বঙ্গবন্ধুর অনশন
কী দিয়ে ভঙ্গ করা
হয়?
ক. পানি
খ. ডাবের পানি
গ. লেবুর শরবত
ঘ. লবণ পানি
২৮। ‘আমার
দায়িত্বে নিয়ে যাচ্ছি। ’ বাক্যটি কোন
অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অঙ্গীকার
খ. আদেশ
গ. উপদেশ
ঘ. নির্দেশ
২৯। ‘বেলুচিস্তান’
কোথায়?
ক. ভারতে
খ. আফগানিস্তান
গ. পাকিস্তানে
ঘ. ইন্দোনেশিয়ায়
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানুষের অধিকার আদায়ে সোচ্চার কারাবন্দি ছেলেকে মুক্তির পরে
জেলগেটে অপেক্ষমাণ বাবা নীরবে চোখের জল
মুছলেন। তবুও ছেলেকে নিয়ে
তিনি খুবই গর্বিত।
৩০। উদ্দীপকে উল্লিখিত বাবা ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় কার
সঙ্গে তুলনীয়?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ লুত্ফর রহমান
গ. মোখলেসুর রহমান
ঘ. হামিদুর রহমান
৩১। উক্ত
বাবার মাঝে প্রকাশ পায়—
i. সন্তানবাৎসল্য
ii. ক্ষোভ
iii. আত্মতৃপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২। বঙ্গবন্ধুকে স্ট্রেচারে নিয়ে
যাওয়ার কারণ কী?
ক. পঙ্গুত্ব
খ. অসুস্থতা
গ. অসহায়ত্ব
ঘ. ইচ্ছাপূরণ
৩৩। বঙ্গবন্ধুর মুক্তির প্রাক্কালে দ্রুত যোগাযোগের মাধ্যম কী
ছিল?
ক. রেডিওগ্রাম
খ. চিঠি
গ. ফ্যাক্স
ঘ. ই-মেইল
৩৪। ‘বায়ান্নর দিনগুলো’
রচনার মূল উপজীব্য বিষয়—
i. ভাষা আন্দোলন
ii. স্বাধীনতাযুদ্ধ
iii. বঙ্গবন্ধুর অনশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫। কোন
ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায়
নাই?
ক. বাংলা
খ. উর্দু
গ. তামিল ঘ. হিন্দি
৩৬। বঙ্গবন্ধুর গলা
ধরে কে স্লোগান দিয়েছিল?
ক. হাচু
খ. কামাল
গ. রেণু
ঘ. নাসের
৩৭। বঙ্গবন্ধুর অনশনের কারণ
কী?
ক. আত্মবিসর্জন
খ. বিনা বিচারে আটকে
রাখার প্রতিবাদ
গ. ছয় দফা প্রতিষ্ঠা
ঘ. সরকারের সঙ্গে অভিমান
৩৮। হাচু
ও কামালের মাঝে কী
ধরনের আচরণ প্রকাশিত হয়েছে?
ক. অস্বাভাবিক
খ. পরিপক্ব
গ. শিশুসুলভ
ঘ. স্বাভাবিক
৩৯। ভাষার ব্যাপারে কোনো
কোনো মওলানা কী জারি
করেছিলেন?
ক. আইন
খ. প্রথা
গ. ফতোয়া
ঘ. সমন
৪০। বঙ্গবন্ধু ও
স্ত্রী রেণু সকালবেলা কোথায় বসে
গল্প করছিলেন?
ক. বিছানায়
খ. সোফায়
গ. উঠোনে
ঘ. দুয়ারে
উত্তর : ১. গ ২. গ
৩. ক ৪. ঘ
৫. ক ৬. ঘ
৭. ঘ ৮. খ
৯. ঘ ১০. গ
১১. খ ১২. গ
১৩. ক ১৪. খ
১৫. খ ১৬. গ
১৭. খ ১৮. গ
১৯. ক ২০. গ
২১. ঘ ২২. ঘ
২৩. খ ২৪. ঘ
২৫. খ ২৬. ঘ
২৭. খ ২৮. ক
২৯. গ ৩০. খ
৩১. খ ৩২. খ
৩৩. ক ৩৪. খ
৩৫. ক ৩৬. ক
৩৭.খ ৩৮.গ
৩৯.গ ৪০.ক।
No comments