আত্মচরিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আত্মচরিত : সৃজনশীল প্রশ্ন উত্তর

কৌতুকবোধ, নারীর প্রতি শ্রদ্ধা মমতা এবং পাঠকের বোধগম্য করার অভিপ্রায়ে যথার্থ বিরামচিন্ন ব্যবহার বর্তমান রচনার বিশিষ্ট প্রান্ত ঈশ্বরচন্দ্র শৈশবকালে ছিলেন ডানপিটে। পাঁচ বছর বয়সে থামের পাঠশালায় তাকে ভর্তি করা হয় এবং আট বছর বয়স পর্যন্ত সেখানে অধ্যয়ন করেন।


সৃজনশীল প্রশ্ন : বাকাল গ্রামের মন্দিরের পুরোহিত দ্বিজেন্দ্রনাথ তার পুত্র দিনেশকে টোল অর্থাৎ সংস্কৃত পাঠশালায় পড়ানোর সিদ্ধান্ত নিলেন। গ্রামবাসী তাকে বোঝালেন, শিক্ষা শেষে সব ধরনের চাকরি পাওয়া সম্ভব নয় সাধারণ শিক্ষার পাঠ গ্রহণ করলে শিক্ষার দিগন্ত জ্ঞানার্জনের পথ বিস্তৃত হয় এবং চাকরির ক্ষেত্র সম্প্রসারিত হয়। দ্বিজেন্দ্রনাথ শেষ পর্যন্ত দিনেশকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বাকাল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলেন

. বড় বাজারের চকে মল্লিক মহাশয়ের কিসের দোকান ছিল?
. ঈশ্বরচন্দ্রকে কেন ইংরেজি পড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল তা ব্যাখ্যা কর।
. “দ্বিজেন্দ্রনাথের সঙ্গে ঈশ্বরচন্দ্রের পিতার সাদৃশ্য আছে।”_ ব্যাখ্যা কর।
. “দিনেশ ঈশ্বরচন্দ্র একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন”_“আত্মচরিতঅবলম্বনে মূল্যায়ন কর।

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.