তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর









Suggestions

তাহারেই পড়ে মনে : সৃজনশীল প্রশ্ন 

শীতের রিক্ততার হাহাকার যেন কবির জীবনে স্বজন হারানোর বেদনাকেই প্রতিধ্বনিত করে কবিতায় কবির ব্যক্তিজীবনের ছায়াপাত ঘটেছে।


সৃজনশীল প্রশ্ন : সালমা জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল হঠাৎ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অধুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

. ‘তাহারেই পড়ে মনেকবিতাটি কোন ছন্দে লেখা?
. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসীবলতে কবি কী বুঝিয়েছেন?
. উদ্দীপকের জামিলের সাথেতাহারেই পড়ে মনেকবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
. “উদ্দীপকের সালমার মনের কষ্ট আরতাহারেই পড়ে মনেকবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাথা”- আলোচনা করো।

সৃজনশীল প্রশ্ন : ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সানিধ্য খোজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
. বসন্তের আগমন সত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
. প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেউদ্দীপকের উক্তিটিতাহারেই পড়ে মনেকবিতার আলোকে বিশ্লেষণ করো।
. ‘তাহারেই পড়ে মনেকবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক’ – উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন :
সে চলে গেছে বলে কিগো স্মৃতি কি তার যায় ভোলা,
আজো মনে হলে তার কথা, মর্মে যে মোর দেয় দোলা;
প্রতিটি ধুলিকণায়, আছে তার ছোওয়া লেগে হেথায়,
আজো তাহারি আসার আশায়, রাখি মোর ঘরের সব দ্বার খোলা।
হেথা সে এসেছিল যবে ঘর ভরে ছিল ফুল উৎসবে;
মোর কাজ ছিল শুধু ভবে, তার হারগাঁথা আর ফুল তোলা।

. ‘তাহারেই পড়ে মনেকবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
. ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’- বলতে কী বোঝানো হয়েছে?
. “তাহারেই পড়ে মনেকবিতার কবির হাহাকারের দৃশ্যই যেন উদ্দীপকে প্রকাশ পেয়েছেব্যাখ্যা করো।
. “উদ্দীপকটিতে বিরহবেদনার বর্ণনার সাথে তাহারেই পড়ে মনে কবিতার কবির মনোবেদনার প্রকৃতিঘনিষ্ঠ যে বর্ণনা, তার সাথে মিলের চেয়ে অমিলই বেশিমন্তব্যটি তোমার মতামতসহ যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন : বর্ষায় বাংলার প্রকৃতি যেন ভির এক রূপের পসরা সাজায়। বিলের বুকে কলমিলতা, শাপলার অনাবিল সৌন্দর্য, পানকৌড়ির লুকোচুরিকার না ভালো লাগে। কিন্তু শিল্পী নাজমা বিলের ধারে বেড়াতে এসেও যেন কেন আনমনা হয়ে আছেন। এমনি এক বর্ষায় নৌকাডুবিতে চিরতরে হারিয়ে যায় তার স্নেহের দুটি ভাই-বোন শাপলা-শালুকভরা শাশ্বত বাংলার বর্ষা প্রকৃতি দেখেও আজ তাই কণ্ঠশিল্পী নাজমার কণ্ঠে ধ্বনিত হয় না কোনো গান। তার হুদয় জুড়ে শুধুই বিষতা

. “তাহারেই পড়ে মনেকবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
. “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী” – চরণটি আলোচনা করো।
. উদ্দীপকের সাথেতাহারেই পড়ে মনেকবিতার বিষয়বস্তুর সাথে প্রচুর বৈসাদৃশ্য রয়েছেবিশ্লেষণ করো।
. উদ্দীপকের কণ্ঠশিল্পী নাজমার সাথেতাহারেই পড়ে মনেকবিতার কবির শিল্পী সত্বার তাৎপর্যপূর্ণ মিল রয়েছেউক্তিটির মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন : জানালার শার্সিতে বৃষ্টির অবিশ্রান্ত ফোটাগুলো মনে করিয়ে দেয়, ফেলে আসা শরতের পরিষ্কার আকাশ, পূজোর ঢাকঢোলের শব্দ, অগ্রহায়ণে মাঠের নতুন ধানের গন্ধ, মনে পড়ে যায় মার সঙ্গে বৃষ্টিতে ভেজার সেই সুন্দর সময়গুলোকে। আজ ১০ বছর হলো আমি দেশের বাইরে। মার মুখটা মনে হলেই ইচ্ছে হয় সব ছেড়ে মায়ের ভালোবাসা ঘেরা সেই ছোট্ট বাড়িতে ফিরে যেতে।

. কুহেলি শব্দের অর্থ কী?
. উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যাথাবলতে কী বোঝানো হয়েছে?
. উদ্দীপকে বর্ণিত প্রকৃতির সাথেতাহারেই পড়ে মনেকবিতায় বর্ণিত বৈসাদৃশ্য নির্ণয় করো।
. প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক তাহারেই পড়ে মনেকবিতায় প্রিয় মানুষের প্রতি ভালোবাসার রূপ একসূত্রে গাঁথাবিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন :
ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,
ওড়েনা পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক
নদী জলের ঢেউগুলো নির্বাক
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়

. ‘তাহারেই পড়ে মনেকবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
. “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – বলতে কি বোঝানো হয়েছে?
. উদ্দীপকটির কোন দিকটিতাহারেই পড়ে মনেকবিতার সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করো।
. উদ্দীপকেরভেতরে আমার বাশিটি বাজেনা আরএর দহনতাহারেই পড়ে মনেকবিতার কবির অন্তর্দহনতোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন : বাংলা নববর্ষের প্রথম দিনে তথা পহেলা বৈশাখে উৎসবে মেতে উঠেছে সবাই। কিন্তু মোমেনার মনে বিষাদের কালো ছায়া। তার একমাত্র পুত্রের মৃত্যুতে সে বাকরুদ্ধ শোকাহত। শোক ব্যথায় মোমেনার হৃদয় হাহাকার মথিত। গত বছর মোমেনা তার ছেলেকে নিয়ে পহেলা বৈশাখের উৎসবে মেতে উঠেছিল মোমেনার জীবনে এখন সেটা শুধুই স্মৃতি। পুত্রের মায়াময় মুখটির কথা স্মরণ করে মোমেনা কেমন অস্থির হয়ে ওঠে।

. ঋতুর রাজন কী লাভ করেনি বলে কবির জিজ্ঞাসা?
. “বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি মোর মিনতি” – কবি কেন মিনতি করেছেন?
. উদ্দীপকের মোমেনাতাহারেই পড়ে মনে”‘ কবিতার কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? যুক্তিসহ ব্যাখ্যা করো।
. স্বজনহারা শোক-ব্যথা মানুষের সংবেদনশীল মনকে আচ্ছন্ন করে রাখে সর্বদা। মন্তব্যটি উদ্দীপক তাহারেই পড়ে মনেকবিতার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন :
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার
রঙে রঙে ছবি আকে।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল
আকাশ কি মনে রাখে?

. কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
. ব্যাখ্যা কর: ‘ওগো কবি, অভিমান করিলে কি তাই?
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।
. উদ্দীপকের সাথেতাহারেই পড়ে মনেকবিতার সাদৃশ্যগত দিক তুলে ধরো।
. উদ্দীপক ছোট্ট পরিসরেতাহারেই পড়ে মনেকবিতার মূলভাব ধরতে সক্ষম হয়েছে।প্রমাণ করো।

সৃজনশীল প্রশ্ন : ১৮৯৪ বিস্টাব্দে কেদার নাথ রায়ের সঙ্গে কামিনী রায়ের বিয়ে হয়। কেদার নাথ অনেক আগে থেকেই কামিনীর গুণগ্রাহী ছিলেন। কিছুদিন পরে কামিনী রায়ের জীবনে বেদনার কালো মেঘ জমে ওঠে। ১৯০৮ খ্রিস্টাব্দে ঘোড়ার গাড়ি উল্টে গিয়ে আঘাতজ্জনিত কারণে তার স্বামী মারা যান। এরপর মেয়ে লীলা ছেলে অশোকের মৃত্যু হয়। সবকিছু ভুলে থাকার জন্য কামিনী রায় বিভিন্ন সমাজকর্মে জড়িয়ে পড়েন।

. ‘ইতল বিতলকোন ধরনের রচনা?
. ‘কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ – কথাটি ব্যাখ্যা করো।
. উদ্দীপকের কামিনী রায়ের সঙ্গেতাহারেই পড়ে মনেকবিতার কবির সাদৃশ্য ব্যাখ্যা করো।
. “তাহারেই পড়ে মনেকবিতায় স্বামী মৃত্যুশোকে কবি প্রকৃতি সমাজবিমুখ হলেও উদ্দীপকের কামিনী রায়
সমাজমুখীমন্তব্যটির যথার্থতা বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ১০ :
চলে যায় মরি হায় বসন্তের দিন।
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।
অধীর সমীর-ভরে উচ্ছ্বসী বকুল ঝরে
গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন।
পুলকিত আমবীধি ফাল্গুনেরই তাপে,
মধুকর গুঞ্জরনে ছায়াতল কাঁপে।
কেন আজি অকারণে সারা বেলা আনমনে
পরানে বাজায় বীণা কে গো উদাসীন।

. “কহিল সে স্নিগ্ধ আখি তুলি” – কার কথা বলা হয়েছে?
. “তাহারেই পড়ে মনেকবিতাটিকে নাহকীয় গুণসম্পন্ন বলা হয় কেন?
. উদ্দীপকের বসন্ত বর্ণনার সাথেতাহারেই পড়ে মনেকবিতার বসন্ত বর্ণনার সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোচনা করো।
. উদ্দীপকের মূল সুরতাহারেই পড়ে মনেকবিতার আলোকে বিশ্লেষণ করো।

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.