ঐকতান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
HSC ঐকতান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Bangla 1st Paper Guide.
ঐকতান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পোস্টে আপনাকে স্বাগতম। ঐকতান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর খুজতেছেন? আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে ঐকতান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।
ঐকতান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা।
প্রশ্ন-২. বাংলা ছোটগল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী কে?
উত্তর: বাংলা ছোটগল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর ।
প্রশ্ন-৩. ‘শেষ লেখা’ কাব্যগ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: ‘শেষ লেখা’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন।
প্রশ্ন-৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রশ্ন-৫. কোন গ্রন্থের জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?
উত্তর: ‘Song Offerings’-গ্রন্থের জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান।
প্রশ্ন-৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-৭. বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনার সময়কালটি কী নামে পরিচিত?
উত্তর: বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনার সময়কালটি ‘রবীন্দ্রযুগ’ নামে পরিচিত।
প্রশ্ন-৮. ‘ঐকতান’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ঐকতান’ শব্দের অর্থ— বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর।
প্রশ্ন-৯, ‘ঐকতান’ কবিতার কবির মনে কবির মনে কীসের দীনতা?
উত্তর: ‘ঐকতান’ কবিতার কবির মনে কবির মনে জ্ঞানের দীনতা।
প্রশ্ন-১০, ‘ঐকতান’ কবিতার কবি বিপুলা এ পৃথিবীর সর্বত্র কী খুঁজে পাননি?
উত্তর: ‘ঐকতান’ কবিতার কবি বিপুলা এ পৃথিবীর সর্বত্র প্রবেশের দ্বার খুঁজে পাননি।
প্রশ্ন-১১. ‘ঐকতান’ কবিতায় উল্লেখিত কোন স্রোতে নানা কবি নানা গান ঢালে?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় উল্লেখিত প্রকৃতির ঐকতানস্রোতে নানা কবি নানা গান ঢালে।
প্রশ্ন-১২. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ঐকতান’ কবিতায় নিজেকে কী বলে পরিচয় দিয়েছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ঐকতান’ কবিতায় নিজেকে পৃথিবীর কবি বলে পরিচয় দিয়েছেন।
প্রশ্ন-১৩. চারদিকে ধ্বনি উঠলে তখন কবির মনে কীসের সুর জাগবে?
উত্তর: চারদিকে ধ্বনি উঠলে তখন কবির মনে বাঁশির সুর জাগবে।
প্রশ্ন-১৪. কবির স্বরসাধনায় কী রয়ে গেছে?
উত্তর: কবির স্বরসাধনায় বহুতর ফাঁক রয়েছে।
প্রশ্ন-১৫, কবি অকপটে কী মেনে নিয়েছেন?
উত্তর: কবি অপকটে মেনে নিয়েছেন নিজের সুরের অপূর্ণতা।
প্রশ্ন-১৬. কবির অন্তরে প্রবেশের দ্বার খোঁজায় কী বাধা হয়ে আছে?
উত্তর: কবির অন্তরে প্রবেশের দ্বার খোঁজায় জীবনযাত্রার বেড়াগুলো বাধা হয়ে আছে।
প্রশ্ন-১৭. কাদের ওপর নির্ভর করে জীবন-সংসার এগিয়ে চলে?
উত্তর: শ্রমজীবী মানুষের ওপর নির্ভর করে জীবন সংসার এগিয়ে চলে।
প্রশ্ন-১৮. কবি সমাজের উচ্চ মঞ্চের কোথায় বসেছেন?
উত্তর: কবি সমাজের উচ্চ মঞ্চের সংকীর্ণ বাতায়নে বসেছেন।
প্রশ্ন-১৯. ‘ঐকতান’ কবিতায় বর্ণিত জীবন সায়াহ্নে কবি কার আবির্ভাব প্রত্যাশা করেছেন?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় বর্ণিত জীবন সায়াহ্নে কবি ভবিষ্যতের মৃত্তিকা-সংলগ্ন কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন।
প্রশ্ন-২০. মাঝে মাঝে কবি ও পাড়ার কোথায় বিচরণ করেছেন?
উত্তর: মাঝে মাঝে কবি ও পাড়ার প্রাঙ্গণের ধারে বিচরণ করেছেন।
প্রশ্ন-২১. কবি জীবনের সাথে কী যোগ করতে বলেছেন?
উত্তর: কবি জীবনের সাথে জীবন যোগ করতে বলেছেন।
প্রশ্ন-২২. কবি জীবনে কীসের অপূর্ণতার কথা বলেছেন?
উত্তর: কবি জীবনে সুরের অপূর্ণতার কথা বলেছেন।
প্রশ্ন-২৩. ‘ঐকতান’ কবিতায় বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি কীসের মতো সযত্নে আহরণ করেছেন?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করেছেন।
প্রশ্ন-২৪. ‘ঐকতান’ কবিতায় বর্ণিত ‘ভিক্ষালব্ধ ধন’ সংগ্রহ করেন?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় বর্ণিত ‘ভিক্ষালব্ধ ধন’ সংগ্রহ করেন কবি।
প্রশ্ন-২৫, ‘ঐকতান’ কবিতায় বর্ণিত পৃথিবীর ধ্বনির সাড়া কোথায় পাওয়া যায়?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় বর্ণিত পৃথিবীর ধ্বনির সাড়া পাওয়া যায় কবির বাঁশির সুরে।
প্রশ্ন-২৬. ‘ঐকতান’ কবিতায় বর্ণিত কবি কীসের বেদনা উদ্ধার করতে বলেছেন?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় বর্ণিত কবি মর্মের বেদনা উদ্ধার করতে বলেছেন।
প্রশ্ন-২৭. কারা সুখে-দুঃখে নতশির স্তব্ধ করে আছে বিশ্বের সম্মুখে?
উত্তর: মুক যারা তারা সুখে-দুঃখে নতশির স্তব্ধ করে আছে বিশ্বের সম্মুখে।
প্রশ্ন-২৮. ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি কত তারিখে প্রকাশিত হয়?
উত্তর: ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি ১৩৪৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখে প্রকাশিত হয়।
প্রশ্ন-২৯. ‘প্রবাসী’ পত্রিকার কোন সংখ্যায় ‘ঐকতান’ কবিতাটি প্রকাশিত হয়?
উত্তর: ‘প্রবাসী’ পত্রিকার ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় ‘ঐকতান’ কবিতাটি প্রকাশিত হয়।
প্রশ্ন-৩০. ‘ঐকতান’ কবিতাটি কবির কীসের স্বীকারোক্তি?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি কবির অপূর্ণতার স্বীকারোক্তি।
প্রশ্ন-৩১. ‘ঐকতান’ কবিতাটি কবির কোন ধরনের রচনা?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি কবির আত্মসমালোচনামূলক রচনা।
প্রশ্ন-৩২. ‘ঐকতান’ কবিতায় কয় মাত্রার অসম পর্ব ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় ৯ মাত্রার অসম পর্ব ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন-৩৩, ‘ঐকতান’ কবিতায় কয় মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় ৩ ও ৪ মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন-৩৪. ‘গিরি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘গিরি’ শব্দের অর্থ পর্বত।
প্রশ্ন-৩৫. ‘ঐকতান’ কবিতায় কার মন অতি ক্ষুদ্র এক কোণ জুড়ে থাকে?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় কবির মন অতি ক্ষুদ্র এক কোণ জুড়ে থাকে।
প্রশ্ন-৩৬. ‘ঐকতান’ কবিতায় নানা কবি নানা দিক থেকে কী ঢালে?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় নানা কবি নানা দিক থেকে গান ঢালে।
প্রশ্ন-৩৭. ‘ঐকতান’ কবিতায় কবি মাঝে মাঝে কোথায় গিয়েছেন?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় কবি মাঝে মাঝে পাড়ার প্রাঙ্গণের ধারে গিয়েছেন।
প্রশ্ন-৩৮. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘জন্মদিনে’ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৩৯. ‘সর্বত্রগামী’ অর্থ কী?
উত্তর: ‘সর্বত্রগামী’ অর্থ হলো সব জায়গায় যাওয়া যায় এমন জায়গা।
প্রশ্ন-৪০. কবি সবার সঙ্গ লাভের সাথে আর কী লাভ করেন?
উত্তর: কবি সবার সঙ্গ লাভের সাথে আনন্দ লাভ করেন।
প্রশ্ন-৪১. কবিরা কীসের জন্যে কবিতা রচনা করেন?
উত্তর: কবিরা রস সৃষ্টির জন্যে কবিতা রচনা করেন।
প্রশ্ন-৪২. ‘ঐকতান’ কবিতায় কবি ‘প্রাণহীন’ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় কবি ‘প্রাণহীন’ বলতে সাধারণ মানুষকে অবজ্ঞা করা হয় এমন দেশকে বুঝিয়েছেন।
প্রশ্ন-৪৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৪৪. কাছে থেকে দূরে যারা, কবি তাদের কী শুনাতে চেয়েছেন?
উত্তর: কাছে থেকে দূরে যারা, কবি তাদের বাণী শোনাতে চেয়েছেন।
প্রশ্ন-৪৫, ‘উদবারি’ অর্থ কী?
উত্তর: ‘উদবারি’ অর্থ ওপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও।
প্রশ্ন-৪৬. ‘ঐকতান’ কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি প্রথমে ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
প্রশ্ন-৪৭. ‘ঐকতান’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন-৪৮. ‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন-৪৯. ভিক্ষালব্ধ ধনে কবি কী পুরণ করেন?
উত্তর: ভিক্ষালব্ধ ধনে কবি তাঁর জ্ঞানের দীনতা পূরণ করেন।
প্রশ্ন-৫০. কোন ধরনের পণ্যে গানের পসরা ব্যর্থ হয়?
উত্তর: কৃত্রিম পণ্যে গানের পসরা ব্যর্থ হয়।
প্রশ্ন-৫১. ‘ঐকতান’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
প্রশ্ন-৫২. কবি তাঁর কবিতাকে সমৃদ্ধ করতে কী কুড়িয়ে আনেন?
উত্তর: কবি তাঁর কবিতাকে সমৃদ্ধ করতে চিত্রময়ী বর্ণনার বাণী কুড়িয়ে আনেন।
প্রশ্ন-৫৩. জ্ঞানের দীনতা কবি কীসের দ্বারা পূর্ণ করেন?
উত্তর: জ্ঞানের দীনতা কবি ভিক্ষালব্ধ ধন দ্বারা পূর্ণ করেন।
প্রশ্ন-৫৪. ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর কতদিন পূর্বে প্রকাশিত হয়?
উত্তর: ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর মাত্র চার মাস পূর্বে প্রকাশিত হয়।
প্রশ্ন-৫৫. ‘ঐকতান’ কবিতায় ‘বিপুল’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘ঐকতান’ কবিতায় ‘বিপুল’ শব্দটি দিয়ে পৃথিবীকে নির্দেশ করা হয়েছে।
প্রশ্ন-৫৬. ‘প্রবাসী’ পত্রিকার কোন সংখ্যায় ‘ঐকতান’ কবিতাটি প্রকাশিত হয়?
উত্তর: ‘প্রবাসী’ পত্রিকার ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় ‘ঐকতান’ কবিতাটি প্রকাশিত হয়।
প্রশ্ন-৫৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘বনফুল’।
প্রশ্ন-৫৮. কবি কাদের বাণী শুনতে চেয়েছেন?
উত্তর: যারা কাছে থেকে দূরে কবি তাদের বাণী শুনতে চেয়েছেন।
প্রশ্ন-৫৯. ‘ঐকতান’ কবিতাটি ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা।
প্রশ্ন-৬০. ‘ঐকতান’ কবিতাটি কার লেখা?
উত্তর: ‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
প্রশ্ন-৬১. কীসের আয়োজন কবির মনজুড়ে থাকে?
উত্তর: বিশাল বিশ্বের আয়োজন কবির মনজুড়ে থাকে।
প্রশ্ন-৬২, তাঁতি কী বোনে?
উত্তর: তাঁতি তাঁত বোনে।
প্রশ্ন-৬৩. রবীন্দ্রনাথ ‘ঐকতান’ কবিতায় নিজেকে কোথাকার কবি বলে সম্বোধন করেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ‘ঐকতান’ কবিতায় নিজেকে পৃথিবীর কবি বলে সম্বোধন করেছেন।
প্রশ্ন-৬৪, ‘ঐকতান’ কবিতা অনুসারে কে খেতে হাল চালায়?
উত্তর: ‘ঐকতান’ কবিতা অনুসারে চাষি খেতে হাল চালায়।
প্রশ্ন-৬৫. ‘ঐকতান’ কবিতার কবির মতে কী সর্বত্রগামী হতে পারেনি?
উত্তর: ‘ঐকতান’ কবিতার কবির মতে, তাঁর কবিতা সর্বত্রগামী হতে পারেনি।
No comments