নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর HSC Bangla 1st Paper Guide

নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পোস্টে আপনাকে স্বাগতম। নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর খুজতেছেন? আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।

নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন-. গী দ্য মোপাসাঁর পুরো নাম কী?
উত্তর: গী দ্য মোপাসাঁর পুরো নাম Henri Renri- Albert Guy de Maupassant.

প্রশ্ন-. গী দ্য মোপাসাঁর পিতার নাম কী?
উত্তর: গী দ্য মোপাসাঁর পিতার নাম গুস্তাভ দ্য মোপাসাঁ।

প্রশ্ন-, মোপাসাঁর মায়ের নাম কী ছিল?
উত্তর: মোপাসাঁর মায়ের নাম ছিল লরা লি পয়টিভিন।

প্রশ্ন-, কত সালে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন?
উত্তর: ১৮৬৭ সালে মোপাসাঁ একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন।

প্রশ্ন-, গী দ্য মোপাসাঁর নিম্ন মাধ্যমিক স্কুলে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সাথে পরিচয় হয়?
উত্তর: গী দ্য মোপাসাঁর নিম্ন মাধ্যমিক স্কুলে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের সাথে পরিচয় হয়।

প্রশ্ন-, নেকলেস গল্পটি কত সালে ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: নেকলেস গল্পটি ১৮৮৪ সালে ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন-, গী দ্য মোপাসাঁ কত সালে মারা যান?
উত্তর: গী দ্য মোপাসাঁ ১৮৯৩ সালে মারা যান।

প্রশ্ন-, নেকলেস গল্পটির অনুবাদকের নাম কী?
উত্তর: নেকলেস গল্পটির অনুবাদকের নাম পূর্ণেন্দু দস্তিদার

প্রশ্ন-. পূর্ণেন্দু দস্তিদার কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১০. পূর্ণেন্দু দস্তিদার কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: পূর্ণেন্দু দস্তিদার ১৯০৯ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১১. পূর্ণেন্দু দস্তিদারের মাতার নাম কী?
উত্তর: পূর্ণেন্দু দস্তিদারের মাতার নাম কুমুদিনী দস্তিদার।

প্রশ্ন-১২. পূর্ণেন্দু দস্তিদারের পিতার নাম কী?
উত্তর: পূর্ণেন্দু দস্তিদারের পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার।

প্রশ্ন-১৩, পূর্ণেন্দু দস্তিদার পেশায় কী ছিলেন?
উত্তর: পূর্ণেন্দু দস্তিদার পেশায় আইনজীবী ছিলেন।

প্রশ্ন-১৪, পূর্ণেন্দু দস্তিদার কার নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেন?
উত্তর: পূর্ণেন্দু দস্তিদার মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেন।

প্রশ্ন-১৫, পূর্ণেন্দু দস্তিদার কত সালে মারা যান?
উত্তর: পূর্ণেন্দু দস্তিদার ১৯৭১ সালে মারা যান।

প্রশ্ন-১৬. বীরকন্যা প্রীতিলতা কোন লেখকের প্রকাশিত গ্রন্থ?
উত্তর: বীরকন্যা প্রীতিলতা পূর্ণেন্দু দস্তিদারের প্রকাশিত গ্রন্থ।

প্রশ্ন-১৭. মাদাম লোইসেলের কয়জন ভৃত্য থাকবে বলে তিনি কল্পনা করেন?
উত্তর: মাদাম লোইসেলের দুইজন ভৃত্য থাকবে বলে তিনি কল্পনা করেন।

প্রশ্ন-১৮. মাদাম লোইসেলের ভৃত্যগুলো দেখতে কেমন থাকবে?
উত্তর: মাদাম লোইসেলের ভৃত্যগুলো দেখতে মোটাসোটা থাকবে।

প্রশ্ন-১৯. মাদাম লোইসেলের সান্ধ্যভোজের টেবিলটা কোন আকৃতির ছিল?
উত্তর: মাদাম লোইসেলের সান্ধ্যভোজের টেবিলটা গোল আকৃতির ছিল।

প্রশ্ন-২০. সান্ধ্যভোজে মাদাম লোইসেল তাঁর স্বামীর কোন দিকে বসেন?
উত্তর: সান্ধ্যভোজে মাদাম লোইসেল তাঁর স্বামীর বিপরীত দিকে বসেন

প্রশ্ন-২১. খামটি ছিঁড়ে মাদাম লোইসেল কী বের করেন?
উত্তর: খামটি ছিঁড়ে মাদাম লোইসেল একখানা ছাপানো কার্ড বের করেন।

প্রশ্ন-২২. পোশাক কেনার জন্যে মাদাম লোইসেল কত ফ্রাঁ চেয়েছিলেন?
উত্তর: পোশাক কেনার জন্যে মাদাম লোইসেল চারশত ফ্রাঁ চেয়েছিলেন।

প্রশ্ন-২৩, মি. লোইসেলের কার সঙ্গে শিকারে যোগ দেওয়ার ইচ্ছা?
উত্তর: মি. লোইসেলের তাঁর বন্ধুদের সাথে শিকারে যোগ দেওয়ার ইচ্ছা।

প্রশ্ন-২৪. মি. লোইসেল মাদাম লোইসেলকে কী ফল দিয়ে সাজতে বলেছিলেন?
উত্তর: মি. লোইসেল মাদাম লোইসেলকে গোলাপ ফুল দিয়ে সাজতে বলেছিলেন।

প্রশ্ন-২৫. নেকলেস গল্পে দু-তিনটি গোলাপের দাম কত ছিল বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: নেকলেস গল্পে দু-তিনটি গোলাপের দাম দশ ফ্রাঁ ছিল বলে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন-২৬. মাদাম লোইসেলের বান্ধবীর নাম কী?
উত্তর: মাদাম লোইসেলের বান্ধবীর নাম মাদাম ফোরসটিয়ার।

প্রশ্ন-২৭. বাক্সটি খুলে মাদাম লোইসেল প্রথমে কী দেখলেন?
উত্তর: বাক্সটি খুলে মাদাম লোইসেল প্রথমে কয়েকটি কঙ্কণ দেখলেন।

প্রশ্ন-২৮. জনশিক্ষামন্ত্রী কার দিকে দৃষ্টি দিচ্ছিলেন?
উত্তর: জনশিক্ষামন্ত্রী মাদাম লোইসেলের দিকে দৃষ্টি দিচ্ছিলেন।

প্রশ্ন-২৯, হতাশ হয়ে লোইসেল দম্পতি কোন দিকে হাঁটেন?
উত্তর: হতাশ হয়ে লোইসেল দম্পতি সিন নদীর দিকে হাঁটেন।

প্রশ্ন-৩০, কতদিন পর লোইসেল দম্পতি হারের সব আশা ত্যাগ করলেন?
উত্তর: এক সপ্তাহ পর লোইসেল দম্পতি হারের সব আশা ত্যাগ করলেন।

প্রশ্ন-৩১. হীরার হারটি বিক্রি না করার জন্যে লোইসেল কাকে অনুরোধ করেন?
উত্তর: হীরার হারটি বিক্রি না করার জন্যে লোইসেল স্বর্ণকারকে অনুরোধ করেন।

প্রশ্ন-৩২. নেকলেস গল্পে চুক্তিমতো হারটি ফেরত দিলে লোইসেল কত ফ্রাঁ ফেরত পাবেন?
উত্তর: নেকলেস গল্পে চুক্তিমতো হারটি ফেরত দিলে লোইসেল চৌত্রিশ হাজার ফ্রাঁ ফেরত পাবেন।

প্রশ্ন-৩৩, অতিরিক্ত আয়ের জন্যে মি. লোইসেল কী করতেন?
উত্তর: অতিরিক্ত আয়ের জন্যে মি. লোইসেল ব্যবসায়ীর খাতা ঠিক করতেন।

প্রশ্ন-৩৪, মাদাম লোইসেলকে গল্পে অন্য কী নামে ডাকা হয়েছে?
উত্তর: মাদাম লোইসেলকে গল্পে মাতিলদা নামে ডাকা হয়েছে।

প্রশ্ন-৩৫, চামপস্-এলিসিসে মাদাম লোইসেল কোন দিন ঘুরছিলেন?
উত্তর: চামপস্-এলিসিসে মাদাম লোইসেল রবিবার দিন ঘুরছিলেন।

প্রশ্ন-৩৬. সান্ধ্যভোজে মাদাম লোইসেল কীসের পাখনা খাবেন বলে কল্পনা করেন?
উত্তর: সান্ধ্যভোজে মাদাম লোইসেল মুরগির পাখনা খাবেন বলে কল্পনা করেন।

প্রশ্ন-৩৭. মাদাম লোইসেলের সান্ধ্যভোজে কী মাছ থাকবে?
উত্তর: মাদাম লোইসেলের সান্ধ্যভোজে গোলাপি রঙের রোহিত মাছ থাকবে।

প্রশ্ন-৩৮. কার গৃহে লোইসেল দম্পতি নিমন্ত্রণ পান?
উত্তর: জনশিক্ষামন্ত্রীর গৃহে লোইসেল দম্পতি নিমন্ত্রণ পান।

প্রশ্ন-৩৯. বল নাচের অনুষ্ঠানে কার জয়জয়কার ছিল?
উত্তর: বল নাচের অনুষ্ঠানে মাদাম লোইসেলের জয়জয়কার ছিল।

প্রশ্ন-৪০. কার সাথে দেখা হওয়ার পর থেকে লোইসেলের দুর্দিন যাচ্ছে?
ত্তর: মাদাম ফোরসটিয়ারের সাথে দেখা হওয়ার পর থেকে মাদাম লোইসেলের দুর্দিন যাচ্ছে।

প্রশ্ন-৪১. কত তারিখে জনশিক্ষামন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ ছিল?
উত্তর: ১৮ই জানুয়ারি জনশিক্ষামন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ ছিল

প্রশ্ন-৪২. জনশিক্ষামন্ত্রীর স্ত্রীর নাম কী?
উত্তর: জনশিক্ষামন্ত্রীর স্ত্রীর নাম মাদাম জর্জ রেমপনু।

প্রশ্ন-৪৩. মাতিলদাকে কে ফুল দিয়ে সাজতে বলেছিলেন?
উত্তর: মাতিলদাকে লোইসেল ফুল দিয়ে সাজতে বলেছিলেন।

প্রশ্ন-৪৪. গায়ে জড়াবার জন্যে তিনি কী নিয়ে এসেছিলেন?
উত্তর: গায়ে জড়াবার জন্যে তিনি আটপৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিলেন।

প্রশ্ন-৪৫. মি. লোইসেল মাদাম লোইসেলের থেকে কত বছরের বড় ছিলেন?
উত্তর: মি. লোইসেল মাদাম লোইসেলের থেকে পাঁচ বছরের বড় ছিলেন।

প্রশ্ন-৪৬. বাক্সের ভেতরে কার নাম লেখা ছিল?
উত্তর: বাক্সের ভেতরে স্বর্ণকারের নাম লেখা ছিল।

প্রশ্ন-৪৭. লোইসেল দম্পতি কোথায় হারানো হারটির মতো আরেকটি হারের দেখা পেল?
উত্তর: লোইসেল দম্পতি প্যালেস রয়েলে হারানো হারটির মতো আরেকটি হারের দেখা পেল।

প্রশ্ন-৪৮, কত দামে লোইসেল দম্পতি হারটি পেতে পারে?
উত্তর: চল্লিশ হাজার ফ্রাঁ-তে লোইসেল দম্পতি হারটি পেতে পারে।

প্রশ্ন-৪৯, লোইসেলের কাছে বাবার মৃত্যুর পর কত হাজার ফ্রা ছিল?
উত্তর: লোইসেলের কাছে বাবার মৃত্যুর পর আঠারো হাজার ফ্রাঁ ছিল।

প্রশ্ন-৫০, মাদাম লোইসেলকে দেখলে এখন কী মনে হয়?
উত্তর: মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা মনে হয়।

প্রশ্ন-৫১. সুন্দরী তরুণীর কোন পরিবারের জন্ম হয়েছে?
উত্তর: সুন্দরী তরুণীর কেরানির পরিবারে জন্ম হয়েছে।

প্রশ্ন-৫২. কনভেন্ট কী?
উত্তর: কনভেন্ট হলো খ্রিষ্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল।

প্রশ্ন-৫৩. বল নাচ কী?
উত্তর: বল নাচ হলো বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান।

প্রশ্ন-৫৪. স্যাটিন কীসের নাম?
উত্তর: স্যাটিন মসৃণ চকচকে রেশমি বস্ত্রের নাম।

প্রশ্ন-৫৫. প্যালেস রয়েল অর্থ কী?
উত্তর: প্যালেস রয়েল অর্থ রাজকীয় প্রাসাদ।

প্রশ্ন-৫৬. মন্ত্রিসভার সব সদস্যের কার সঙ্গে ওয়ালটজ করতে ইচ্ছা হচ্ছিল?
উত্তর: মন্ত্রিসভার সব সদস্যের মাদাম লোইসেলের সঙ্গে ওয়ালটজ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল।

প্রশ্ন-৫৭. আনন্দে মত্ত হয়ে আবেগ উৎসাহ নিয়ে কে মৃত্য করছিল?
উত্তর: আনন্দে মত্ত হয়ে আবেগ উৎসাহ নিয়ে মাদাম লোইসেল নৃত্য করছিল।

প্রশ্ন-৫৮. কোন ভাষায় নেকলেস গল্পটির নাম La Parure?
উত্তর: ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম La Parure

প্রশ্ন-৫৯. ফরাসি কোন পত্রিকায় নেকলেস গল্পটি প্রকাশিত হয়?
উত্তর: ফরাসি La Gaulois পত্রিকায় নেকলেস গল্পটি প্রকাশিত হয়।

প্রশ্ন-৬০. নেকলেস গল্পটির লেখক কে?
উত্তর: নেকলেস গল্পটির লেখক গী দ্য মোপাসাঁ।

প্রশ্ন-৬১. মোপাসাঁ কত সালে নিম্নমাধ্যমিক স্কুলে ভর্তি হন?
উত্তর: মোপাসাঁ ১৮৬৭ সালে নিম্নমাধ্যমিক স্কুলে ভর্তি হন।

প্রশ্ন-৬২. মাদাম লোইসেলের সহপাঠিনীর নাম কী?
উত্তর: মাদাম লোইসেলের সহপাঠিনীর নাম মাদাম ফোরস্টিয়ার।

প্রশ্ন-৬৩. লোইসেল দম্পতির শরীর খারাপ হওয়ার কারণ কী?
উত্তর: লোইসেল দম্পতির শরীর খারাপ হওয়ার কারণ বিরক্তি উদ্বেগ।

প্রশ্ন-৬৪, বন্দুক কিনতে মসিয়ে লোইসেল কত ফ্রা সঞ্চয় করেছিলেন?
উত্তর: বন্দুক কিনতে মসিয়ে চারশ ফ্রাঁ সঞ্চয় করেছিলেন।

প্রশ্ন-৬৫. নেকলেস গল্পে প্রত্যেক মাসেই সময় চেয়ে লোইসেলকে কী বদল করতে হয়?
উত্তর: নেকলেস গল্পে প্রত্যেক মাসেই সময় চেয়ে লোইসেলকে। কিছু দলিল বদল করতে হয়।

প্রশ্ন-৬৬. মাদাম ফোরসটিয়ায়ের গহনার দাম কত ছিল?
উত্তর: মাদাম ফোরসটিয়ারের গহনার দাম ছিল পাঁচশত ফ্রাঁর মতো।

প্রশ্ন-৬৭. গী দ্য মোপাসাঁ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: গী দ্য মোপাসাঁ ফ্রান্সের নর্মান্ডি শহরে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-৬৮. মাদাম লোইসেল কোন অনুষ্ঠানে যাওয়ার জন্যে তাঁর বান্ধবীর কাছ থেকে হারটি ধার নিয়েছিলেন?
উত্তর: মাদাম লোইসেল বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্যে তাঁর বান্ধবীর কাছ থেকে হারটি ধার নিয়েছিলেন।

প্রশ্ন-৬৯. দীর্ঘদিন পরে মাদাম ফোরসটিয়ারের সাথে মাদাম লোইসেলের কোথায় দেখা হয়েছিল?
উত্তর: দীর্ঘদিন পরে মাদাম ফোরসটিয়ারের সাথে মাদাম লোইসেলের চামপস্-এলিসিসে দেখা হয়েছিল।

প্রশ্ন-৭০. মি. লোইসেলের বন্ধুরা কী শিকার করতে গিয়েছিল?
উত্তর: মি. লোইসেলের বন্ধুরা ভরতপাখি শিকার করতে গিয়েছিল।

নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.