এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০০)

অধ্যায়

. যেকোনো ধরনের শিল্প শহর থেকে দূরে গড়ে ওঠার কারণ কী?

. কাঁচামালের সহজলভ্যতা

. স্বল্পমূল্যে জমি প্রাপ্তি

. শ্রমিকের সহজলভ্যতা

. পরিবেশ সংরক্ষণ

. কোন স্থানে সিলিকা বালু সহজলভ্য হলে সেখানে কোন শিল্প বিকাশের সম্ভাবনা বেশি?

. কাচ . মৎস্য

. সিমেন্ট . সিরামিক

. কোন দেশটি লৌহ ইস্পাতশিল্পে প্রথম?

. রাশিয়া . ভারত

. চীন . ব্রাজিল

. কার্পাস বয়নশিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?

. যুক্তরাষ্ট্র . জাপান

. ভারত . চীন

. যুক্তরাষ্ট্রের হৃদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে?

. কার্পাস বয়ন . লৌহ ইস্পাত

. তৈরি পোশাক . ওষুধ প্রস্তুতি

নিচের উদ্দীপকটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও।

একজন শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থে জাপানে গমন করে। সেখানে সে জাপানি কাপড়ের মান দেখে খুব বিস্মিত হয়।

. দেশটির কোন অঞ্চলকে ম্যানচেস্টার বলা হয়?

. টোকিও . ইয়োকোহামা

. কোবে . ওসাকা

. দেশটির এই অঞ্চলকে ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করার কারণ

i. এখানে বড় বড় কাপড়ের কল আছে

ii. এটি ব্রিটেনের ম্যানচেস্টার অপেক্ষা বড় শহর

iii. সুলভ পরিবহন যোগাযোগব্যবস্থা বিদ্যমান রয়েছে

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

. সার শিল্পের অন্যতম কাঁচামাল কোনটি?

. চিনামাটি . চুনাপাথর

. প্রাকৃতিক গ্যাস . জিপসাম

. বাংলাদেশের সিমেন্টশিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

. বেলেপাথর . নুড়িপাথর

. চুনাপাথর . কঠিন শিলা

১০. বাংলাদেশের ক্ষিণ-পূর্বাঞ্চলে চিনিশিল্প গড়ে না ওঠার কারণ কী?

. অনুন্নত যোগাযোগব্যবস্থা

. শক্তি সম্পদের অভাব

. কাঁচামালের অভাব

. সস্তা শ্রমিকের অভাব

১১. কেন শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে

i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি

ii. মিঠা পানির সান্নিধ্য

iii. সুষ্ঠু পরিবহন ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অনিক ফেঞ্চুগড় সার কারখানায় চাকরি করে। ওই কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়।

১২. উদ্দীপকে উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?

. খনিজ তেল . সিলিকা

. কয়লা . প্রাকৃতিক গ্যাস

১৩. উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কী কাজে ব্যবহার করা হয়?

i. যানবাহনের জ্বালানি হিসেবে

ii. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে

iii. সৌর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

১৪. বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কোন শিল্প?

. তৈরি পোশাক . চিনি

. লৌহ ইস্পাত . সিমেন্ট

১৫. মেঘনা সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছে?

. চট্টগ্রাম বন্দরের নিকটে

. মোংলা বন্দরের নিকটে

. নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে

. কুমিল্লার দাউদকান্দিতে

১৬. আশুগঞ্জ সার কারখানায় কোন কোন গ্যাস ক্ষেত্রে থেকে গ্যাস ব্যবহার করা হয়?

. তিতাস, হবিগঞ্জ

. রশিদপুর বিবিয়ানা

. তিতাস, রশিদপুর

. মেঘনা, কামতা

১৭. বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় কোন শিল্প থেকে?

. পাট . চা

. গার্মেন্টস . চামড়া

১৮. পোশাকশিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে কী স্থাপন করেছে?

. EPZ . BCIC

. EPG . EPI

১৯. GMP এর কারণে কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে?

. পাট . পোশাক

. ওষুধ . সিমেন্ট

২০. কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার তৈরি হয়?

. টিএসপি . ইউরিয়া

. অ্যামোনিয়া . জৈব সার

২১. দেশের মোট চিনিকলের কয়টি রংপুর বিভাগে অবস্থিত?

. ৩টি . ৫টি

. ৬টি . ৮টি

২২. স্বাধীনতার পরপর দেশে পাটশিল্পের অনুকূল নিয়ামক ছিল

i. আন্তর্জাতিক বাজার

ii. কাঁচামাল

iii. নারী শ্রমিক

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব করিমকেরু অ্যান্ড কোম্পানিরচিনিকলে চাকরি করেন। বেসরকারি খাতে পরিচালিত কলটি একটু ব্যতিক্রমধর্মী।

২৩. কর্মরত জনাব করিমের কোম্পানিটি কোন বিভাগে অবস্থিত?

. রাজশাহী . রংপুর

. ঢাকা . খুলনা

২৪. চিনি ছাড়া কারখানায় কী উৎপন্ন হয়?

. কাগজ . মেথিলেটেড স্পিরিট

. গুড় . মিষ্টান্ন

২৫. ভারত বস্ত্র রপ্তানিতে কততম স্থানের অধিকারী?

. প্রথম . দ্বিতীয়

. তৃতীয় . চতুর্থ

২৬. শ্রমিক সস্তা হওয়ায় কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে?

. পোশাক . সিমেন্ট

. সার . ওষুধ

২৭. লৌহ ইস্পাতশিল্পের জন্য বিখ্যাতডেট্রয়েটকোথায় অবস্থিত?

. ইরি হ্রদের পশ্চিম

. সুপিরিয়ায় হ্রদের পশ্চিমে

. মিশিগান হ্রদের দক্ষিণে

. ওন্টারিও হ্রদের পশ্চিমে

২৮. চীনের কার্পাস বয়নশিল্পে প্রসিদ্ধ নয় কোন অঞ্চলটি?

. নানকিং . হাঞ্ছাও

. হ্যাংকে . শানজি

২৯. বাংলাদেশ ভূখণ্ডে প্রথম চিনিকল গড়ে ওঠে কোন স্থানে?

. দর্শনা . দাসুরিয়া

. সেতাবগঞ্জ . জগতি

৩০. বাংলাদেশে তৈরি পোশাকশিল্প উন্নয়নের কারণ

i. সস্তা শ্রমশক্তি

ii. বিশ্ববাজারে চাহিদা

iii. কাঁচামালের সহজলভ্যতা

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৩১. সুনামগঞ্জের চুনাপাথর কোন সিমেন্ট ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়?

. হোলসিম . ছাতক

. কনফিডেন্স . জয়পুরহাট

৩২. লৌহ ইস্পাত রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?

. জাপান . চীন

. যুক্তরাষ্ট্র . যুক্তরাজ্য

৩৩. কোন ধরনের জলবায়ু কার্পাস বয়নশিল্পের জন্য বিশেষ উপযোগী?

. আর্দ্র . শুষ্ক

. উষ্ণ . নাতিশীতোষ্ণ

৩৪. কোন ধরনের আবহাওয়ায় তুলার আঁশ ছিঁড়ে যায়?

. শুষ্ক . বৃষ্টিবহুল

. উত্তপ্ত . আর্দ্র

৩৫. বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?

. ফেঞ্চুগঞ্জ . ঘোড়াশাল

. আশুগঞ্জ . যমুনা

৩৬. রাজনৈতিক স্থিতিশীলতা কিসের জন্য প্রয়োজন?

. চাকরি . খেলাধুলা

. শিল্পায়ন . কৃষিকাজ

৩৭. চিনিশিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

. আখ . তাল

. নারকেল . খেজুর

নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শাহেদ সাহেব ব্যবসার কাজে যুক্তরাষ্ট্রে গিয়ে জানতে পারলেন, লোহা ইস্পাত শিল্পে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্থান দখল করেছে। ক্লিভল্যান্ড, ডুলুথ, ইস্টন প্রভৃতি স্থানে লোহা ইস্পাতশিল্প গড়ে উঠেছে।

৩৮. উদ্দীপকে উল্লিখিত দেশের লোহা ইস্পাতশিল্পের উন্নতির পেছনে কোন তথ্যটি সঠিক?

. কাঁচামালের সহজপ্রাপ্যতা

. প্রতিকূল জলবায়ু

. শ্রমিকের অপর্যাপ্ততা

. রাজনৈতিক অস্থিতিশীলতা

৩৯. উক্ত দেশের গুরুত্বপূর্ণ লোহা-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে যে অঞ্চলে

i. টেক্সাস

ii. শিকাগো-গ্যারি

iii. পিটসবার্গ

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৪০. পশমশিল্পের জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন?

. আর্দ্র . মেঘশূন্য

. শুষ্ক . উষ্ণ

৪১. ল্যাঙ্কাশায়ারে কার্পাস বয়নশিল্প গড়ে ওঠার কারণ তাঁতিদের

i. নিপুণতা

ii. কর্মকুশলতা

iii. জনপ্রিয়তা

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৪২. ইস্পাত উৎপাদনকারী প্রধান দেশ কোনটি?

. রাশিয়া

. জাপান

. আমেরিকা যুক্তরাষ্ট্র

. চীন

৪৩. পোশাকশিল্পে নারী শ্রমিকেরা চালিকাশক্তি। এর কারণ হচ্ছে

i. স্বল্প মজুরি প্রদান

ii. সহজপ্রাপ্যতা

iii. শ্রমিক সন্তোষ কম

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৪৪. বাংলাদেশে রপ্তানি আয়ের প্রধান উৎস কী?

. কুটিরশিল্প

. পাটজাত দ্রব্য

. লৌহ ইস্পাতশিল্প

. পোশাকশিল্প

৪৫. শিল্প গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক কোনটি?

. শ্রমিক . মূলধন

. কাঁচামাল . পরিবহন

৪৬. ছাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?

. কুমিল্লায় . সিলেটে

. মৌলভীবাজার . নারায়ণগঞ্জে

৪৭. ৩০%–৬০% কার্বনবিশিষ্ট কয়লাকে কী বলে?

. লিগনাইট . বিটুমিনাস

. অ্যানথ্রাসাইট . পিট

৪৮. সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কোনটি?

. চুনাপাথর

. কাদা

. চুনাপাথর কাদা

. চুনাপাথর পলি

৪৯. বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ যে শিল্প থেকে আসে সে শিল্পে প্রচুরসংখ্যক মহিলা শ্রমিক নিয়োজিত আছে। এর মাধ্যমে অর্থনীতিতে নারী শ্রমিকদের যে অবদান পরিলক্ষিত হয় তা হলো

i. উপার্জনক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

ii. পারিবারিক সচ্ছলতা এসেছে

iii. সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৫০. শিল্প গড়ে ওঠার নিয়ামক কয়টি?

. .

. .

৫১. কার্পাস বয়নশিল্পের কাঁচামাল নিচের কোনটি?

. তুলা . পাট

. রেয়ন . সিনথেটিক

৫২. বাংলাদেশের সারশিল্পের অন্যতম কাঁচামাল কোনটি?

. চীনামাটি . চুনাপাথর

. প্রাকৃতিক গ্যাস . জিপসাম

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অমি ওসাকা উপসাগরের তীরবর্তী এলাকায় একটি শিল্পকেন্দ্রে চাকরি করেন। তিনি যে শিল্পকেন্দ্রে চাকরি করেন সেটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র।

৫৩. অমি কোন দেশের শিল্পকেন্দ্রে চাকরি করেন?

. জাপান . চীন

. নেপাল . ভারত

৫৪. উদ্দীপকের উল্লিখিত উপসাগরের তীরবর্তী এলাকার লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো হচ্ছে

i. কোবে

ii. আমাগাসাকি

iii. সাকাই

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৫৫. টুম্পা তার ভূগোল বইয়ে পড়লকার্পাস বয়নশিল্প কেন্দ্রীকরণে জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন জলবায়ু কার্পাস বয়নশিল্পের জন্য বিশেষ উপযোগী?

. আর্দ্র . শুষ্ক

. উষ্ণ . নাতিশীতোষ্ণ

৫৬. দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনির কলটি ব্যতিক্রমধর্মী। কারণ, এখানে চিনি ছাড়াও উৎপাদিত হয়

. ইউরেনিয়াম . মেথিলেটেড স্পিরিট

. গুড় . সার

৫৭. তামার সঙ্গে দস্তা মিশিয়ে কোনটি প্রস্তুত হয়?

. ব্রোঞ্জ . পিতল

. ডুরালুমিন . গিনি সোনা

৫৮. অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী?

. তামা . বক্সাইট

. ম্যাঙ্গানিজ . অভ্র

৫৯. চীনের শ্রেষ্ঠ বস্ত্র বয়নশিল্প অঞ্চল কোনটি?

. সিকিয়াং . সাংহাই

. নানকিং . হ্যালচাও

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ফাহিম মুনতাসীর চুয়াডাঙ্গায় বসবাস করে। সে দর্শনার একটি ব্যতিক্রমধর্মী চিনিকলে দীর্ঘদিন যাবৎ কর্মরত।

৬০. ফাহিম মুনতাসীরের কর্মরত চিনিকলটি কত সালে জাতীয়করণ করা হয়?

. ১৯৫৫ . ১৯৭২

. ১৯৮৩ . ২০০৯

৬১.বর্তমানে তার কর্মরত শিল্পে উৎপাদন কম হওয়ার উল্লেখযোগ্য প্রধান কারণ কোনটি?

. বিদ্যুৎবিভ্রাট

. শ্রমিক অসন্তোষ

. কাঁচামালের অভাব

. অনিশ্চিত বাজার

৬২. শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে

i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতিতে

ii. মিঠাপানির সান্নিধ্যে

iii. সুষ্ঠু পরিবহনব্যবস্থার কারণে

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৬৩. নিচের কোন দেশটিতে তেমন কোনো লৌহ আকরিক কয়লা সম্পদ না থাকলেও আমদানিকৃত লৌহ আকরিক কয়লার ওপর নির্ভর করে লৌহ ইস্পাতশিল্প গড়ে উঠেছে?

. মার্কিন যুক্তরাষ্ট্র . চীন

. রাশিয়া . জাপান

৬৪. একটি দেশের শিল্পায়নের উন্নতির জন্য বড় বাধা কোনটি?

. রাজনৈতিক অস্থিতিশীলতা

. মূলধনের স্বল্পতা

. বৈদেশিক সম্পর্কের অবনতি

. উন্নত প্রযুক্তির অভাব

৬৫. বাংলাদেশের ক্ষিণ-পূর্বাঞ্চলে চিনিশিল্প গড়ে না ওঠার কারণ কী?

. শ্রমিকের অভাব

. মূলধনের অভাব

. যোগাযোগব্যবস্থার অভাব

. কাঁচামালের অভাব

৬৬. বিলিয়ন ডলার বলা হয় কোন শিল্পকে?

. পাট . বস্ত্র

. চিনি . পোশাক

৬৭. সিমেন্টশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়

i. চুনাপাথর

ii. আমদানিকৃত ক্লিংকার জিপসাম

iii. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?

. i ii . ii iii

. i iii . i, ii iii

৬৮. বাংলাদেশের কোন অঞ্চলে চিনিকল বেশি?

. উত্তর-পূর্বাঞ্চল

. পূর্বাঞ্চল

. উত্তর-পশ্চিমাঞ্চল

. দক্ষিণাঞ্চল

৬৯. পৃথিবীর সর্ববৃহৎ লৌহ ইস্পাতশিল্প অঞ্চল কোনটি?

. পিটসবার্গ . মস্কো-টুলা

. ওসাকা-কোর . টোকিও-ইয়োকোহামা

উদ্দীপকটি পড়ে ৭০ ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশের শিল্পটি উল্লেখযোগ্যভাবে ক্লিংকার আমদানিনির্ভর। নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই এই শিল্পের কারখানাগুলো অবস্থিত। বর্তমানে উৎপাদিত শিল্পের অনেকটাই বিদেশে রপ্তানি করে।

৭০. উদ্দীপকের দেশটি শিল্পটির কাঁচামাল কোন দেশ থেকে আমদানি করে?

. মালয়েশিয়া . চীন

. ভারত . মিয়ানমার

৭১. উদ্দীপকের শিল্পটিরক্ষেত্রে প্রযোজ্য

i. নগরায়ণের মাত্রা ত্বরান্বিত করে

ii. চুনাপাথর এই শিল্পের প্রধান কাঁচামাল

iii. সরকারি পর্যায়ের সহায়তার এই শিল্পের উৎপাদন বেশি

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৭২. পৃথিবীর অধিকাংশ শিল্প কোন অঞ্চলে অবস্থিত?

. উষ্ণ . শীতল

. নাতিশীতোষ্ণ . নিরক্ষীয়

৭৩. বাংলাদেশের সার কারখানায় উৎপাদিত সারের মধ্যে প্রধান হলো

i. ইউরিয়া

ii. অ্যামোনিয়াম সালফেট

iii. টিএসপি

নিচের কোনটি সঠিক?

. i ii . ii iii

. i iii . i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

যুথি ভূগোল বই পড়ে জানতে পারল, কোনো একটি স্থানে শিল্প স্থাপনের পেছনে কিছু প্রাকৃতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক নিয়ামক যথেষ্ট ভূমিকা পালন করে।

৭৪. উদ্দীপকে আলোচিত উপাদানগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক নিয়ামক?

. জলবায়ু . শ্রমিক

. মূলধন . বাজার

৭৫. সাংস্কৃতিক নিয়ামকগুলো হলো

i. সরকারি পৃষ্ঠপোষকতা

ii. শক্তি সম্পদ

iii. প্রযুক্তিগত জ্ঞান

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৭৬. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহর মোটরগাড়ি নির্মাণের জন্য বিখ্যাত?

. শিকাগো . ডুলুথ

. নিউইয়র্ক . ডেট্রয়েট

নিচের উদ্দীপকটি পড়ে ৭৭ ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আমেরিকা যুক্তরাষ্ট্র লৌহ ইস্পাতশিল্পে অত্যন্ত প্রসিদ্ধ। বিভিন্ন প্রাকৃতিক নিয়ামকের প্রভাবে বিভিন্ন অঞ্চলে লৌহ ইস্পাতশিল্প গড়ে উঠেছে। ফলে দেশটি একটি শিল্পোন্নত দেশে পরিণত হয়েছে।

৭৭. পৃথিবীর প্রধান ইস্পাত উৎপাদনকারী অঞ্চল কোনটি?

. বার্মিংহাম . পেলসিলভানিয়া

. হ্রদ . পিটার্সবার্গ

৭৮. উক্ত শিল্পটি আমেরিকাতে গড়ে ওঠার কারণ

i. কয়লাখনির সান্নিধ্য

ii. প্রযুক্তিবিদ্যা

iii. যোগাযোগ

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৭৯. পোশাকশিল্পে নারী শ্রমিকেরা প্রধান চালিকাশক্তি। এর কারণ হচ্ছে

i. স্বল্প মজুরি

ii. শ্রমিক অসন্তোষ কম

iii. নারী শ্রমিকের সহজপ্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৮০. দেশের প্রথম EPZ কত সালে স্থাপিত হয়?

. ১৯৮৩ . ১৯৮৫

. ১৯৮৮ . ১৯৯১

৮১. কার্পাস বয়নশিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

. তুলা . পাট

. ভেড়ার লোম . রেশম

৮২. বয়নশিল্পের প্রধান কাঁচামাল কী?

. কাপড় . সুতা

. কার্পাস . নাইলন

৮৩. বাংলাদেশ তৈরি পোশাকশিল্প উন্নয়নের কারণ

i. সস্তা শ্রমশক্তি

ii. বিশ্ববাজারে চাহিদা

iii. কাঁচামালের সহজলভ্যতা

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৮৪. বাংলাদেশ সমৃদ্ধ নয় কোন ধরনের শিল্পে?

i. বনজ কাঁচামালনির্ভর শিল্পে

ii. খনিজনির্ভর করে

iii. শিল্পজাত কাঁচামালনির্ভর শিল্পে

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৮৫. কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধিতে কোন শিল্প ভূমিকা রাখে?

. চিনি . পোশাক

. সার . সিমেন্ট

৮৬. পোশাকশিল্পে নারী কর্মীর ভূমিকা বেশি হওয়ার কারণ

i. সহজলভ্যতা

ii. একাগ্রতা

iii. দক্ষতা

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৮৭. আশুগঞ্জ সার কারখানার প্রধান কাঁচামাল কী?

. স্থানীয় কয়লা

. ছাতকের গ্যাস

. স্থানীয় প্রাকৃতিক গ্যাস

. হরিপুরের খনিজ তেল

৮৮. বর্তমানে লৌহ ইস্পাত উৎপাদনে প্রধান স্থান অধিকারকারী দেশ কোনটি?

. চীন . জাপান

. যুক্তরাষ্ট্র . ভারত

৮৯. কোন দেশটি লৌহ ইস্পাতশিল্পে দ্বিতীয়?

. রুশ ফেডারেশন . জাপান

. চীন . যুক্তরাষ্ট্র

৯০. বাংলাদেশে কয়টি চিনির কল আছে?

. ১৬ . ১৭

. ১৮ . ২০

৯১. বাংলাদেশে কয়টি সার কারখানা আছে?

. .

. .

৯২. রাজশাহী বিভাগে কয়টি চিনির কল আছে?

. .

. .

৯৩. বাংলাদেশে কয়টি সিমেন্ট কারখানা আছে?

. . ১০

. ১১ . ১২

৯৪. মালয়েশিয়ার রাবার কোন দেশের রাবার শিল্পে ব্যবহৃত হয়?

. জাপান . ইন্দোনেশিয়া

. যুক্তরাষ্ট্র . নরওয়ে

৯৫. বাংলাদেশে প্রথম কাগজের কল প্রতিষ্ঠিত হয় কত সালে?

. ১৯৪৩ সালে . ১৯৫৩ সালে

. ১৯৬৩ সালে . ১৯৭৩ সালে

৯৬. পাটশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর?

. টাঙ্গাইল . ফরিদপুর

. নরসিংদী . নারায়ণগঞ্জ

৯৭. জাপানের প্রধান প্রধান লৌহ ইস্পাতকেন্দ্রগুলো

i. কিউসু দ্বীপের ইয়াওয়াটায়

ii. হোনসুর কামাইসিতে

iii. ইয়োকোহামায়

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৯৮. কাঁচামাল হিসেবে তিতাস গ্যাস ব্যবহৃত হয়

i. পলাশ ইউরিয়া সার কারখানায়

ii. যমুনা সার কারখানায়

iii. ফেঞ্চুগঞ্জ সার কারখানায়

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৯৯. সিমেন্টশিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়

i. চুনাপাথর

ii. কাদা

iii. ম্যাঙ্গানিজ

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

১০০. বাংলাদেশে কয়টি কাগজের মিল আছে?

. ৩১ . ৩২

. ৩৩ . ৩৪

সঠিক উত্তর

অধ্যায় : . . . . . . . . . ১০.গ ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.

 ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.

৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭. ৩৮. ৩৯. ৪০.

৪১. ৪২. ৪৩. ৪৪. ৪৫. ৪৬. ৪৭. ৪৮. ৪৯. ৫০.ক ৫১. ৫২. ৫৩. ৫৪. ৫৫. ৫৬. ৫৭. ৫৮. ৫৯. ৬০.খ ৬১. ৬২. ৬৩. ৬৪. ৬৫. ৬৬. ৬৭. ৬৮. ৬৯. ৭০.খ ৭১. ৭২. ৭৩. ৭৪. ৭৫. ৭৬. ৭৭. ৭৮. ৭৯. ৮০.ক ৮১. ৮২. ৮৩. ৮৪. ৮৫. ৮৬. ৮৭. ৮৮. ৮৯. ৯০.গ ৯১. ৯২. ৯৩. ৯৪. ৯৫. ৯৬. ৯৭. ৯৮. ৯৯. ১০০.

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.