এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০০)
এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র
অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০০)
অধ্যায় ১
১. প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি?
ক. নিমিত্তবাদ খ. সম্ভাবনাবাদ
গ. পরিবেশবাদ ঘ. নব্য সম্ভাবনাবাদ
২. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক. বাসস্থান খ. জলবায়ু
গ. ভূমিরূপ ঘ. হিমবাহ
৩. মানবীয় ভূগোলের প্রধান উপাদান কোনটি?
ক. হিমবাহ খ. জলবায়ু
গ. মানুষ ঘ. ভূমিরূপ
৪. মানব ভূগোল হলো—
i. মানুষ–সম্পর্কিত জ্ঞান
ii. স্থান–সম্পর্কিত জ্ঞান
iii. স্থানভেদে মানুষের সামাজিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৫. শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ক. নগর ভূগোল খ. বসতি ভূগোল
গ. সাংস্কৃতিক ভূগোল ঘ. রাজনৈতিক ভূগোল
৬. ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তা হলো—
ক. নগর ভূগোল
খ. সাংস্কৃতিক ভূগোল
গ. জনসংখ্যা ভূগোল
ঘ. গ্রামীণ ভূগোল
৭. অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয়—
i. শিকার ও সংগ্রহবিষয়ক কর্মকাল
ii. গ্রাম ও নগর বসতিবিষয়ক কর্মকাল
iii. উত্তোলন ও আহরণবিষয়ক কর্মকাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও
iii
৮. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ফ্রান্স খ. স্পেন
গ. পর্তুগাল ঘ. গ্রেট ব্রিটেন
৯. নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
ক. ইউরোপ খ. অ্যান্টার্কটিকা
গ. উত্তর আমেরিকা ঘ. দক্ষিণ আমেরিকা
১০. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা খ. এশিয়া
গ. ইউরোপ ঘ. অস্ট্রেলিয়া
১১. দ্বীপ মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?
ক. আফ্রিকা খ. ওশেনিয়া
গ. ইউরোপ ঘ. এশিয়া
১২. ইউরাল পর্বতের পশ্চিমাংশে কোন মহাদেশ?
ক. আফ্রিকা খ. ইউরোপ
গ. উত্তর আমেরিকা ঘ. এশিয়া
১৩. পৃথিবীর শীতলতম মহাদেশ বলা হয় কোনটিকে?
ক. ইউরোপ খ. উত্তর আমেরিকা
গ. অ্যান্টার্কটিকা ঘ. দক্ষিণ আমেরিকা
১৪. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি?
ক. পানামা খাল খ. সুয়েজ খাল
গ. গ্র্যান্ড খাল ঘ. ক্যানিয়ন খাল
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ক্লাসে বললেন, সারা পৃথিবী কয়েকটি মহাদেশে বিভক্ত। কিন্তু একটিমাত্র মহাদেশ মানুষ বসবাসের অনুপযোগী।
১৫. শিক্ষক কোন মহাদেশের কথা বলতে চেয়েছেন?
ক. ইউরোপ খ. উত্তর আমেরিকা
গ. ওশেনিয়া ঘ. অ্যান্টার্কটিকা
১৬. উক্ত মহাদেশটি মানুষ বসবাসের অনুপযোগী। কারণ—
i. প্রচণ্ড গরম
ii. তীব্র শীত
iii. সূর্যের আলো পৌঁছায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
১৭. সমুদ্রবেষ্টিত দেশ কোনটি?
ক. জাপান খ. ভারত
গ. উত্তর কোরিয়া ঘ. দক্ষিণ কোরিয়া
১৮. যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৭৭৬ সালে খ. ১৭৭৮ সালে
গ. ১৭৭৯ সালে ঘ. ১৭৮০ সালে
১৯. প্রাচ্যের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়?
ক. টোকিও খ. ওসাকা
গ. ইয়াওয়াটা ঘ. কোবে
২০. জাপানের জলবায়ু কেমন?
ক. নাতিশীতোষ্ণ খ. হিমমণ্ডল
গ. উষ্ণ ঘ. তুন্দ্রা
২১. ভারতে কতটি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে?
ক. ৭ খ. ১২
গ. ২৫ ঘ. ৩২
২২. ভারতের উত্তরে অবস্থিত—
i. চীন ও ভুটান
ii. মিয়ানমার ও ভুটান
iii. নেপাল ও চীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
২৩. বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের—
ক. আসাম ও ত্রিপুরা
খ. মেঘালয় ও ত্রিপুরা
গ. মেঘালয় ও আসাম
ঘ. আসাম ও মণিপুর
২৪. বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি?
ক. ৮০° পূর্ব খ. ৯০° পূর্ব
গ. ৮৮° পশ্চিম ঘ. ৯০° পশ্চিম
২৫. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
২৬. বাংলাদেশের অক্ষাংশ কত?
ক. ২০°৩৪৴ উত্তর থেকে ২৬°৩৮৴ উত্তর
খ. ৮৮°০১৴ পূর্ব থেকে ৯২°৪১৴ পূর্ব
গ. ২০°৩৪৴ দক্ষিণ থেকে ২৬°৩৮৴ দক্ষিণ
ঘ. ৮°০১৴ পশ্চিম থেকে ৯২°৪১৴ পশ্চিম
২৭. বাংলাদেশের ওপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
ক. কর্কটক্রান্তি রেখা
খ. মকরক্রান্তি রেখা
গ. বিষুবরেখা
ঘ. মূল মধ্যরেখা
২৮. বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমান্ত রয়েছে?
ক. ভারত ও চীন
খ. ভারত ও পাকিস্তান
গ. ভারত ও মিয়ানমার
ঘ. ভারত ও নেপাল
২৯. বাংলাদেশের উত্তরে ভারতের—
i. পশ্চিমবঙ্গ
ii. আসাম
iii. মেঘালয় রাজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৩০. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোনটি?
ক. ইউরাল পর্বত
খ. ইউরাল নদী
গ. ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর
ঘ. কাস্পিয়ান সাগর
৩১. কোনটি দ্বীপরাষ্ট্র?
ক. যুক্তরাষ্ট্র খ. জাপান
গ. চীন ঘ. ভারত
৩২. বাংলাদেশের সর্বাধিক খরস্রোতা নদী কোনটি?
ক. কর্ণফুলী খ. মেঘনা
গ. যমুনা ঘ. গোমতী
৩৩. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১২০ খ. ২০০
গ. ২২০ ঘ. ২৪০
৩৪. অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক. মাউন্ট ইরেবাস খ. কিলিমাঞ্জারো
গ. ভিনসন ম্যাসিফ ঘ. অ্যাপেলেশিয়ান
৩৫. জাপানের ২য় বৃহত্তম দ্বীপের নাম কী?
ক. হনসু খ. কিউসু
গ. সিকোকু ঘ. হোক্কাইডু
৩৬. অধিরাজ্য নয় কোনটি?
ক. কানাডা খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া ঘ. নিউজিল্যান্ড
৩৭. আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের স্থান কততম?
ক. ষষ্ঠ খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩৮. মেহেরপুর কোন বিভাগের অন্তর্গত?
ক. খুলনা খ. বরিশাল
গ. সিলেট ঘ. রাজশাহী
নিচের উদ্দীপকের আলোকে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বশির মিয়া সুনামগঞ্জের চুনাপাথর খনিতে চুনাপাথর সংগ্রহের কাজ করেন। পাশাপাশি তিনি বাড়িতে গরু-ছাগল পালন করেন।
৩৯. উদ্দীপকে মানব ভূগোলের কোন শাখাকে বোঝানো হয়েছে?
ক. জনসংখ্যা খ. অর্থনৈতিক
গ. আঞ্চলিক ঘ. রাজনৈতিক
৪০. উল্লিখিত শাখায় আলোচনা করা হয়—
i. অভিগমন
ii. বনজ সম্পদ
iii. ব্যবসা–বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৪১. যুক্তরাজ্যের নিম্নকক্ষের নাম কী?
ক. হাউস অব কমন্স
খ. হাউস অব লর্ডস
গ. রাজ্য সভা
ঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভস
৪২. মানব ভূগোলের জন্য অত্যাবশ্যকীয়—
i. মানুষ
ii. প্রকৃতি
iii. ভূ–অভ্যন্তরের গভীরতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৪৩. জাপানের বৃহত্তম দ্বীপের নাম কী?
ক. কিউসু খ. হনসু
গ. হোক্কাইডো ঘ. শিকুকু
৪৪. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা
৪৫. বাংলাদেশের পূর্বে ভারতের—
i. মিজোরাম
ii. পশ্চিমবঙ্গ
iii. ত্রিপুরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৪৬. যুক্তরাজ্যের রাজধানীর নাম কী?
ক. নয়াদিল্লি খ. সিউল
গ. নিউইয়র্ক ঘ. লন্ডন
৪৭. কোন জলবায়ুর প্রভাবে বাংলাদেশের বৃষ্টিপাত হয়?
ক. মৌসুমি খ. ক্রান্তীয়
গ. নাতিশীতোষ্ণ ঘ. মেরুদেশীয়
৪৮. মানবসভ্যতার ক্রমবিকাশ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ক. ঐতিহাসিক খ. জনসংখ্যা
গ. সামাজিক ঘ. বসতি
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সিহাব বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার্থে ‘ক’ দেশে যায়। দেশটি ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতবহুল। অপ্রশস্ত ও পর্বতসংকুল দেশটির জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ ও মেরুদেশীয়।
৪৯. ‘ক’ দেশটির সঙ্গে কোন দেশের সাদৃশ্য রয়েছে?
ক. জাপান খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য
৫০. উদ্দীপকের ‘ক’ দেশটির অধিকাংশ ভূমি কৃষিকাজের অনুপযোগী। এর যথার্থ কারণ—
i. বনভূমি
ii. অনুর্বর
iii. পর্বতময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৫১. কোন মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা ঘ. ইউরোপ
৫২. মানব ভূগোলের বিষয়বস্তু নয় কোনটি?
ক. মানুষ খ. জনপদ
গ. রাজনীতি ঘ. মহাসাগর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্বাধীনদের ক্লাসে শিক্ষক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মানচিত্রে দেখলেন। যা দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
৫৩. উক্ত দেশটির দ্রাঘিমার ডিগ্রি কত?
ক. ৮০°০১' থেকে ৯২°৪২' পূর্ব
খ. ২৩°৩৪' থেকে ২৬°৩৮' পূর্ব
গ. ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব
ঘ. ৮৮°১০' থেকে ২৬°৩৮' পূর্ব
৫৪. উক্ত দেশের সাথে সীমানা সংযোগ রয়েছে যেসব দেশের—
i. ভারত
ii. মিয়ানমার
iii. নেপাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৫৫. ঢাকা বিভাগের অন্তর্গত জেলা—
i. মানিকগঞ্জ
ii. রাজবাড়ী
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৫৬. রাজনৈতিক অঞ্চলের ভৌগোলিক উপাদানের মৌলিক বিষয় কোনটি?
ক. সার্বভৌমত্ব খ. সরকার
গ. ভূখণ্ড ঘ. রাষ্ট্র
৫৭. আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক. ইউরোপ
খ. উত্তর আমেরিকা
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. অ্যান্টার্কটিকা
৫৮. দুটি শক্তিশালী রাষ্ট্রের সীমান্তে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রকে কী বলে?
ক. ডোমিনিয়ন খ. কনফেডারেশন
গ. বাফার রাষ্ট্র ঘ. উপনিবেশ
৫৯. বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল কোনটি?
ক. জাপান খ. ভারত
গ. মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. দক্ষিণ কোরিয়া
৬০. কৃষি কোন মহাদেশের মানুষের প্রধান পেশা?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা
৬১. রাজনৈতিক অঞ্চলের বৈশিষ্ট্য—
i. সুনির্দিষ্ট সীমা থাকবে
ii. কোনো নিয়মকানুন থাকে না
iii. একটি প্রশাসনিক কেন্দ্র থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৬২. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে কোনটি?
ক. বেরিং প্রণালি খ. সুয়েজ খাল
গ. পানামা খাল ঘ. মালাক্কা প্রণালি
৬৩. সাগর বন্ধু হিসেবে পরিচিত কোন দেশ?
ক. অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড
গ. বাংলাদেশ ঘ. মালদ্বীপ
৬৪. বর্তমানে বাংলাদেশে কতটি সিটি করপোরেশন রয়েছে?
ক. ৯ খ. ১০
গ. ১১ ঘ. ১২
৬৫. নিচের কোন ভূগোলবিদকে মানব ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়?
ক. ভিদ্যাল ডি লা ব্লাশ
খ. মিস এলেন চার্চিল
গ. ফ্রেডরিক রাটজেল
ঘ. পল ফ্লের
৬৬. বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার?
ক. ১২০ খ. ২৮০
গ. ৩৬০ ঘ. ৪৮০
৬৭. মানব ভূগোলের সাথে সম্পর্কিত কোনটি?
i. মানুষ
ii. জলবায়ু
iii. বসতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৬৮. নিচের কোনটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত নয়?
ক. বসতি ও কৃষি
খ. শিল্প
গ. আবহাওয়া ও জলবায়ু
ঘ. বাণিজ্য
৬৯. জাপানের মুদ্রার নাম কী?
ক. রুপি খ. ইয়েন
গ. পাউন্ড ঘ. ডলার
৭০. বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে—
i. ভারত
ii. পাকিস্তান
iii. মিয়ানমার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৭১. আধুনিক ভূগোলের জনক কে?
ক. ইরাটোসথেনিস
খ. ফ্রেডরিক র্যাটজেল
গ. ভিদাল দি লা ব্লাশ
ঘ. চার্চিল স্যাম্পল
৭২. ডায়েট কোন দেশের আইনসভার নাম?
ক. রাশিয়া খ. জার্মানি
গ. কোরিয়া ঘ. জাপান
৭৩. কোন রাষ্ট্রটি উপদ্বীপ নিয়ে গঠিত?
ক. জাপান খ. যুক্তরাজ্য
গ. ভারত ঘ. বাংলাদেশ
৭৪. বাফার রাষ্ট্র হচ্ছে—
i. লুক্সেমবার্গ
ii. আফগানিস্তান
iii. থাইল্যান্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৭৫. বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর বিশাল একটি অংশ কোথায় বাস করে?
ক. সিলেট খ. সুন্দরবন
গ. পার্বত্য চট্টগ্রাম ঘ. রংপুর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
P এবং Q সমুদ্রবেষ্টিত দুটি রাষ্ট্র। P-এর অবস্থান প্রশান্ত মহাসাগরে এবং Q-এর অবস্থান আটলান্টিক মহাসাগরে।
৭৬. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ দেশ দুটির নাম কী?
ক. বাংলাদেশ ও ভারত
খ. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
গ. জাপান ও কোরিয়া
ঘ. জাপান ও যুক্তরাজ্য
৭৭. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ P দেশটির বৈশিষ্ট্য হচ্ছে—
i. ইউরোপের একমাত্র উন্নত রাষ্ট্র
ii. এশিয়ার একমাত্র উন্নত রাষ্ট্র
iii. এ দেশে সংসদীয় গণতন্ত্র বিরাজমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৭৮. একটি দেশের পূর্বে জাপান সাগর, পশ্চিম পীত সাগর, দক্ষিণ কোরিয়া প্রণালি। উদ্দীপকে কোন দেশটিকে নির্দেশ করা হয়েছে?
ক. জাপান খ. উত্তর কোরিয়া
গ. চীন ঘ. দক্ষিণ কোরিয়া
৭৯. মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদানে গঠিত?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৮০. মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি উপাদানে গঠিত?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৮১. ‘সমাজ ও ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্কের বিশ্লেষণ হলো মানব ভূগোল’—বলেছেন?
ক. চার্চিল খ. হামবোল্ট
গ. রাটজেল ঘ. রিটার
৮২. মানুষ ও রাষ্ট্র সম্বন্ধে ধারণা দেয় ভূগোলের কোন শাখা?
ক. সাংস্কৃতিক খ. প্রাকৃতিক
গ. পরিবেশ ঘ. রাজনৈতিক
৮৩. পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি?
ক. সুপিরিয়র খ. কাপ্তাই
গ. কাস্পিয়ান ঘ. বৈকাল
৮৪. রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা হলো—
i. বগুড়া
ii. গাইবান্ধা ও কুড়িগ্রাম
iii. পাবনা ও সিরাজগঞ্জ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৮৫. যুক্তরাষ্ট্রের উত্তরে কোন দেশ অবস্থিত?
ক. মেক্সিকো খ. হন্ডুরাস
গ. কানাডা ঘ. নিকারাগুয়া
৮৬. বাংলাদেশের পূর্বে অবস্থিত—
i. আসাম
ii. ত্রিপুরা
iii. মেঘালয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও
iii
৮৭. বাংলাদেশের সর্ব দক্ষিণের জনপদ কোনটি?
ক. সেন্ট মার্টিন দ্বীপ খ. টেকনাফ
গ. কুয়াকাটা ঘ. সোনার চর
৮৮. মানব ভূগোলের জনক কে?
ক. কার্ল রিটার খ. পিটার হ্যাগেট
গ. ডাডলি স্টাম্প ঘ. জনসন রন
৮৯. মানব ভূগোলের বিষয়বস্তু নয় কোনটি?
ক. জনপদ খ. ভূগর্ভস্থ পানি
গ. ভূরাজনীতি ঘ. ঐতিহাসিক বিষয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ ও ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভূগোল ক্লাসে স্যার এমন এক দেশ সম্পর্কে ধারণা দিলেন, যার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান রয়েছে।
৯০. উদ্দীপকে উল্লিখিত দেশ নিচের কোনটি?
ক. জাপান খ. দক্ষিণ কোরিয়া
গ. বাংলাদেশ ঘ. ভারত
৯১. মানব ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় কোনটি?
ক. পৃথিবীর গঠন খ. বায়ুমণ্ডল দূষণ
গ. বসতি ও শিল্প ঘ. জলবায়ুর উপাদান
৯২. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
ক. মধুমতি খ. মেঘনা
গ. বুড়িগঙ্গা ঘ. শীতলক্ষ্যা
৯৩. আয়তনে বড় রাজনৈতিক অঞ্চল কোনটি?
ক. ভারত খ. জাপান
গ. যুক্তরাজ্য ঘ. দক্ষিণ কোরিয়া
৯৪. ‘মানব ভূগোল হচ্ছে পৃথিবী আর তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা’ উক্তিটি কার?
ক. ভিদ্যাল দ্যা লা ব্লাশ
খ. কার্ল রিটার
গ. আলেকজান্ডার ভন হামবোল্ট
ঘ. ডাডলি স্ট্যাম্প
৯৫. বরফাবৃত মহাদেশ কোনটি?
ক. ইউরোপ খ. এশিয়া
গ. অ্যান্টার্কটিকা ঘ. উত্তর আমেরিকা
৯৬. কোন দেশটির তিন দিক সাগরবেষ্টিত?
ক. বাংলাদেশ খ. জাপান
গ. দক্ষিণ কোরিয়া ঘ. শ্রীলঙ্কা
৯৭. জলবায়ু বিদ্যার জনক কাকে বলা হয়?
ক. ভিদ্যাল ডি লা ব্লাশ
খ. মিস এলেন চার্চিল
গ. ড. রেড বেরিসন
ঘ. পল ফ্লের
৯৮. মানব সম্প্রদায়ের অবস্থান, অভিগমন, বসতি, ব্যবসা, বাণিজ্য ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
ক. পরিবেশ ভূগোলে
খ. মানবিক ভূগোলে
গ. অর্থনৈতিক ভূগোলে
ঘ. মৃত্তিকা ভূগোলে
৯৯. দক্ষিণ কোরিয়া কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া খ. ইউরোপ
গ. আফ্রিকা ঘ. উত্তর আমেরিকা
১০০. X হলো বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয়। এখানে X বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে?
ক. সচিবালয় খ. অধিদপ্তর
গ. পৌরসভা ঘ. সিটি কর্পোরেশন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.ক ৩.গ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.খ ১১.খ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ক ২১.ক ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.ক ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.ক ৩৯.খ ৪০.গ ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.খ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.ক ৪৯.ক ৫০.খ ৫১.খ ৫২.ঘ ৫৩.গ ৫৪.ক ৫৫.ক ৫৬.গ ৫৭.ঘ ৫৮.গ ৫৯.গ ৬০.ক ৬১.খ ৬২.গ ৬৩.ক ৬৪.গ ৬৫.গ ৬৬.ক ৬৭.খ ৬৮.গ ৬৯.খ ৭০.খ ৭১.ক ৭২.ঘ ৭৩.ক ৭৪.ঘ ৭৫.গ ৭৬.ঘ ৭৭.গ ৭৮.ঘ ৭৯.খ ৮০.ক ৮১.গ ৮২.ঘ ৮৩.ক ৮৪.খ ৮৫.গ ৮৬.ক ৮৭.ক ৮৮.ক ৮৯.খ ৯০.গ ৯১.গ ৯২.ঘ ৯৩.ক ৯৪.ঘ ৯৫.গ ৯৬.গ ৯৭.গ ৯৮.খ ৯৯.ক ১০০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
No comments