এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল -০৬

বাংলা প্রথমপত্র
উজ্জ্বল কুমার সাহা, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
আমার সন্তান
-ভারতচন্দ্র রায়গুণাকর
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২০। পাটুনী পানি সেচের পাত্রের ওপর পা রাখতে বললে অন্নপূর্ণা মনে মনে কী করলেন?
ক) হাসলেন খ) কষ্ট পেলেন
গ) মারতে চাইলেন ঘ) বকা দিবে ভাবলেন
২১। সোনার সেচপাত্র দেখে ঈশ্বরী পাটুনী কী করল?
ক) খুশি হল খ) নাচতে লাগল
গ) কাঁদতে লাগল ঘ) ভয় পেল
২২। আমার সন্তান কবিতায় উল্লিখিত পানি সেচ পাত্রটি কীসের তৈরি ছিল?
ক) টিনের খ) তামার গ) কাঠের ঘ) ইস্পাতের
২৩। দেবী অন্নপূর্ণ হরিহোড়ের বাড়ি ছেড়ে এখন কার বাড়ি থাকার সিদ্ধান্ত নিয়েছেন?
ক) মানসিংহের খ) দাসুর গ) বাসুর ঘ) ভবানন্দের
২৪। চৈত্র মাসের কোন তিথিতে বেদী অন্নপূর্ণার পূজা হয়?
ক) সপ্তমী খ) অষ্টমী গ) নবমী ঘ) দশমী
২৫। ঈশ্বরী পাটুনী অন্নপূর্ণাকে দেবী বলার মূল কারণ-
ক) পরিচয় প্রকাশ খ) ক্ষমতা প্রকাশ
গ) স্বপ্নবাক্য ঘ) পূর্ব সাক্ষাৎ
২৬। দেবী অন্নপূর্ণা ও সরস্বতীর মধ্যে সাদৃশ্য রয়েছে-
ক) দেবী হিসেবে খ) কুলবধূ হিসেবে
গ) গুণবতী হিসাবে ঘ) রূপবতী হিসেবে
২৭। গাঙ্গিনী শব্দের অর্থ কোনটি?
ক) ডাইনি খ) পেতনি গ) এক প্রকার গালি বিশেষ ঘ) নদী
২৮। হের শব্দের সঠিক অর্থ কোনটি?
ক) দেখ খ) বল গ) পার্থক্য ঘ) শোনা
২৯। ঈশ্বরী পাটুনী কার স্বার্থ ও সমৃদ্ধির জন্য ভাবে?
ক) স্বামীর খ) শ্বশুরের গ) বাবার ঘ) সন্তানের
৩০। আমার সন্তান কবিতা অনুসারে বট শব্দের অর্থ কোনটি?
ক) বল খ) কথা গ) গাছ ঘ) বন

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.