এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র মডেল টেষ্ট -১৫
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র মডেল
টেষ্ট -১৫
বহু নির্বাচনী প্রশ্ন
সময় : ৩০ মিনিট
মান : ৩০
[সব প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১]
১। ব্যবসায়ের উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন
খ. চাহিদা পূরণ
গ. সম্পদশালী হওয়া
ঘ. বেকারত্ব দূর করা
২। কখন সারা দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে?
ক. ১ জানুয়ারি ২০০০ সালে
খ. ১ জানুয়ারি ২০০২ সালে
গ. ১ মার্চ ২০০২ সালে
ঘ. ১ মার্চ ২০০০ সালে
৩। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় কোনটি?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং
গ. ই-রিটেইলিং ঘ. ই-ব্যবসায়
৪। আসাদ যেকোনো পণ্য বিক্রয়ের পূর্বে প্যাকিং করে থাকেন। আকর্ষণীয় মোড়ক পণ্যদ্রব্যের জন্য—
ক. চাহিদা বৃদ্ধি করে
খ. গুণাগুণ বৃদ্ধি করে
গ. পণ্যের উপযোগ বৃদ্ধি করে
ঘ. পণ্যের বিক্রয় বৃদ্ধি করে
৫। নিচের কোনটি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য হিসেবে গণ্য?
ক. চলতি মূলধনের আধিক্য
খ. উৎপাদনকারী শাখা
গ. ফলাফল লাভে বিলম্ব
ঘ. গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান
৬। সমাজে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয় কেন?
ক. আমলাতান্ত্রিকতার বিকাশে
খ. ক্ষুদ্র ব্যবসায়ের আবির্ভাবে
গ. সমাজতান্ত্রিকতার বিকাশে
ঘ. পুঁজিবাদের বিকাশে
৭। নিচের কোন ধরনের অংশীদারের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে না?
ক. নিষ্ক্রিয় অংশীদার
খ. মানমাত্র অংশীদার
গ. কর্মী অংশীদার
ঘ. আপাতদৃষ্টিতে অংশীদার
নিচের উদ্দীপকটি পড়ে ৮-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
জনাব মনির নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করতে চান। তাঁর এক বন্ধু তাঁকে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ সংগ্রহের পরামর্শ দিলেন। মনির জানতেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে সহায়তা করে। তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরুর চিন্তা করলেন।
৮। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে?
ক. উদ্দীপনামূলক সেবা
খ. সমর্থনমূলক সেবা
গ. সংরক্ষণমূলক সেবা
ঘ. আর্থিক সেবা
৯। জনাব মনিরের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে প্রাপ্ত সেবাসমূহ—
i. নতুন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের উদ্যোগ
ii. প্রশিক্ষণ গ্রহণের সুযোগ
iii. কাঁচামালপ্রাপ্তিতে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও
ii
খ. i ও iii
গ. ii ও
iii ঘ.
i, ii ও iii
১০। ব্রিটেনে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে টমেটো চাষ কোন পরিবেশের কারণে সম্ভব হয়েছে?
ক. ভৌগোলিক পরিবেশ
খ. অর্থনৈতিক পরিবেশ
গ. সামাজিক পরিবেশ
ঘ. প্রযুক্তিগত পরিবেশ
১১। বিমসটেকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. ভারত
গ. নেপাল
ঘ. শ্রীলঙ্কা
১২। বাংলাদেশের অনেক ব্যবসায় প্রতিষ্ঠান নৈতিকতার বিষয়ে উদাসীন, এর কারণ—
i. শিক্ষা ও সচেতনতার অভাব
ii. সুনামের মূল্য বোঝে না
iii. দ্রুত সম্পদশালী হওয়ার হীন মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও
ii
খ. i ও iii
গ. ii ও
iii ঘ.
i, ii ও iii
১৩। ব্যবসায়ের প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধিতে কোনটি সাহায্য করে?
ক. সহজ মূলধন সংস্থান
খ. বাজার সুবিধা
গ. উন্নত প্রযুক্তির ব্যবহার
ঘ. বৃহদায়তন উৎপাদন
১৪। নিজের কোনটি বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল সেবার অন্তর্গত?
ক. প্রাইজ বন্ড ক্রয়-বিক্রয়
খ. ভিপিপি
গ. ডাক জীবন বীমা
ঘ. ড্রাইভিং লাইসেন্স নবায়ন
১৫। বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এটির লাভ কোথায় জমা হবে?
ক. সরকারি তহবিলে
খ. কেন্দ্রীয় ব্যাংকে
গ. বাণিজ্যিক ব্যাংকে
ঘ. মন্ত্রণালয়ে
১৬। বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ—
ক. জীবনযাত্রার মানোন্নয়ন
খ. সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি
গ. ব্যাপক সেবা প্রদান
ঘ. নিশ্চিত সাফল্য
১৭। বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা যায় কোনটির মাধ্যমে?
ক. একমালিকানা ব্যবসায়
খ. সমবায় সমিতি
গ. ব্যবসায় জোট
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়
১৮। আড়ং নামের পোশাক বাজারজাত করছে ব্র্যাক। আড়ং ট্রেড মার্ক জনপ্রিয় হওয়ায় তারা যে সুবিধা পাবে—
i. নতুন ব্যবসায় হাত দিলে জনপ্রিয়তা লাভ
ii. কর অবকাশ
iii. দর-কষাকষি করতে হবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও
ii
খ. i ও iii
গ. ii ও
iii ঘ.
i, ii ও iii
১৯। পেটেন্টের মাধ্যমে মালিকানা প্রদানের ক্ষেত্রে কাদের মধ্যে চুক্তি সম্পাদিত হয়?
ক. পণ্যের উদ্ভাবক ও সরকার
খ. উদ্ভাবক ও নিবন্ধক
গ. নিবন্ধক ও সরকার
ঘ. নিবন্ধক ও আমদানিকারক
২০। ব্যবসায় কোন ধরনের প্রক্রিয়া হিসেবে গণ্য?
ক. সামাজিক প্রক্রিয়া
খ. অর্থনৈতিক প্রক্রিয়া
গ. ধর্মীয় প্রক্রিয়া
ঘ. রাজনৈতিক প্রক্রিয়া
২১। বন থেকে মধু সংগ্রহ কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ক. প্রাকৃতিক শিল্প
খ. প্রজনন শিল্প
গ. নিষ্কাশন শিল্প ঘ. উৎপাদন শিল্প
২২। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে থাকে—
i. বায়িং হাউস
ii. মার্চেন্ডাইজিং
iii. আউটসোর্সিং ব্যবসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও
ii
খ. i ও iii
গ. ii ও
iii ঘ.
i, ii ও iii
২৩। কোন ধরনের শেয়ার লভ্যাংশ বণ্টনে সবার শেষে অংশগ্রহণ করে?
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. অধিকারযোগ্য শেয়ার
ঘ. প্রবর্তকদের শেয়ার
২৪। নিচের কোনটি নামমাত্র অংশীদারের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. সুদ গ্রহণ করে
খ. পরিচালনায় অংশগ্রহণ করে
গ. লোকসান বহন করে না
ঘ. দায় মূলধন পর্যন্ত
২৫। সমবায় সমিতি নিবন্ধনের জন্য উপবিধি কয় কপি জমা দিতে হয়?
ক. ২ কপি
খ. ৩ কপি
গ. ৫ কপি
ঘ. ৬ কপি
২৬। শান্ত,
মোহন, লিটন যথাক্রমে ব্যবসায়ে ১০০০০,
১৫০০০ ও
২০০০০ টাকা করে বিনিয়োগ করে। চুক্তিতে তাদের লাভ-লোকসান বণ্টনের নিয়ম লিখা ছিল না। তাদের ব্যবসায়ে ৩০,০০০ টাকা লাভ হয়। এখন মোহন কত টাকা লাভ পাবে?
ক. ১০,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ১৫,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
২৭। পণ্যের মজুদদারি না করা ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতার অংশ?
ক. ভোক্তার প্রতি
খ. সমাজের প্রতি
গ. সরকারের প্রতি
ঘ. স্বগোত্রের প্রতি
নিচের উদ্দীপকটি পড়ে ২৮-২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
Millennium Development Goals অর্জনে বাংলাদেশ সফলতা দেখিয়েছে। তবে কয়েকটি সূচকে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। এ ক্ষেত্রে চচচ কে কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে ধারণাটি খুবই নতুন।
২৮। নিচের কোনটি বাংলাদেশে PPP সম্ভাবনাময় খাতের অন্তর্ভুক্ত?
ক. জাতীয় নিরাপত্তা
খ. প্রতিরক্ষা
গ. নীতিনির্ধারণ
ঘ. কারিগরি ও উচ্চতর গবেষণা
২৯। PPP-এর মাধ্যমে আমরা যেসব সফলতা পেতে পারি—
i. পরনির্ভরশীলতা কমানো
ii. মূলধন বৃদ্ধি
iii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও
ii খ. i ও iii
গ. ii ও
iii ঘ.
i, ii ও iii
৩০। নিচের কোনটি বেশি পরিমাণ পণ্য একত্রে ক্রয় করতে ব্যবহূত হয়?
ক. অনলাইন নিলাম
খ. ই-রিটেলিং
গ. অনলাইন মার্কেটিং
ঘ. অনলাইন শপিং
উত্তর :
১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ঘ
৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ঘ
১১. ক ১২.
ঘ ১৩.
ক ১৪.
খ
১৫. ক ১৬.
ঘ ১৭.
গ ১৮.
খ
১৯. ক ২০.
ক ২১.
গ ২২.
ঘ
২৩. ঘ ২৪.
ঘ ২৫.
খ ২৬.
ক
২৭. খ ২৮.
ঘ ২৯.
ঘ ৩০.
ক।
No comments