এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল -০৪
বাংলা প্রথমপত্র
উজ্জ্বল কুমার সাহা,প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর,
ঢাকা
আমার সন্তান
ভারতচন্দ্র রায়গুণাকর
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১। পাটুনীর জীবনের মূল লক্ষ্য কী?
√ক) নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল কামনা
খ) খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ
গ) স্বার্থপর নারী ঘ) পারলৌকিক মুক্তি
২। ‘অন্নদামঙ্গল’ কাব্যের কবি কে?
√ক) ভারতচন্দ্র খ) নবীনচন্দ্র
গ) হেমচন্দ্র ঘ) সঞ্জীবচন্দ্র
৩। ‘ঈশ্বরীরে
জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী’
-এখানে ‘ঈশ্বরী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
√ক) অন্নপূর্ণা খ) পাটুনি
গ) দেবী লক্ষ্মী ঘ) দেবী সরস্বতী
৪। কৃষ্ণচন্দ রায় কোথাকার রাজা ছিলেন?
ক) মুর্শিদাবাদ √খ) নবদ্বীপ
গ) উড়িষ্যা ঘ) বহরমপুর
৫। ‘অন্নদামঙ্গল’ কোন যুগে রচিত?
ক) প্রাচীন যুগ √খ) মধ্যযুগ
গ) আধুনিক যুগ ঘ) বর্তমান যুগ
৬। ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৫৬০ খ) ১৬৬০ √গ) ১৭৬০ ঘ) ১৮৬০
৭। অন্নপূর্ণা কোথায় উপস্থিত হলেন?
ক) রাস্তার মোড়ে খ) বনের মধ্যে
√গ) গাঙ্গিনীর তীরে ঘ) ঝড়ের মধ্যে
৮। কেন অন্নপূর্ণা স্বামীর নাম মুখে নেয় না?
ক) স্বামী খারাপ বলে খ) নাম অনেক কঠিন
√গ) সামাজিক প্রথা ঘ) লজ্জায়
৯। অপূর্ণতার স্পর্শে কাঠের সেঁউতী কিসে পরিণত হল?
ক) রুপায় খ) তামায় √গ) সোনায় ঘ) ব্রোঞ্জে
১০। ঈশ্বরী পাটুনী অন্নপূর্ণাকে দেবী বলেছিল কেন?
√ক) ক্ষমতা প্রকাশ পেয়েছিল
খ) পরিচয় প্রকাশ পেয়েছিল
গ) সাক্ষাৎ দেখতে পেয়েছিল
ঘ) তাকে স্বপ্নে দেখেছিল
No comments