এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল -০৪

বাংলা প্রথমপত্র
উজ্জ্বল কুমার সাহা,প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
আমার সন্তান
ভারতচন্দ্র রায়গুণাকর
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১। পাটুনীর জীবনের মূল লক্ষ্য কী?
ক) নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল কামনা
খ) খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ
গ) স্বার্থপর নারী ঘ) পারলৌকিক মুক্তি
২। অন্নদামঙ্গল কাব্যের কবি কে?
ক) ভারতচন্দ্র খ) নবীনচন্দ্র
গ) হেমচন্দ্র ঘ) সঞ্জীবচন্দ্র
৩। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী -এখানে ঈশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) অন্নপূর্ণা খ) পাটুনি
গ) দেবী লক্ষ্মী ঘ) দেবী সরস্বতী
৪। কৃষ্ণচন্দ রায় কোথাকার রাজা ছিলেন?
ক) মুর্শিদাবাদ খ) নবদ্বীপ
গ) উড়িষ্যা ঘ) বহরমপুর
৫। অন্নদামঙ্গল কোন যুগে রচিত?
ক) প্রাচীন যুগ খ) মধ্যযুগ
গ) আধুনিক যুগ ঘ) বর্তমান যুগ
৬। ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৫৬০ খ) ১৬৬০ গ) ১৭৬০ ঘ) ১৮৬০
৭। অন্নপূর্ণা কোথায় উপস্থিত হলেন?
ক) রাস্তার মোড়ে খ) বনের মধ্যে
গ) গাঙ্গিনীর তীরে ঘ) ঝড়ের মধ্যে
৮। কেন অন্নপূর্ণা স্বামীর নাম মুখে নেয় না?
ক) স্বামী খারাপ বলে খ) নাম অনেক কঠিন
গ) সামাজিক প্রথা ঘ) লজ্জায়
৯। অপূর্ণতার স্পর্শে কাঠের সেঁউতী কিসে পরিণত হল?
ক) রুপায় খ) তামায় গ) সোনায় ঘ) ব্রোঞ্জে
১০। ঈশ্বরী পাটুনী অন্নপূর্ণাকে দেবী বলেছিল কেন?
ক) ক্ষমতা প্রকাশ পেয়েছিল
খ) পরিচয় প্রকাশ পেয়েছিল
গ) সাক্ষাৎ দেখতে পেয়েছিল
ঘ) তাকে স্বপ্নে দেখেছিল

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.