এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেষ্ট -০৯

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেষ্ট -০৯
বহু নির্বাচনী প্রশ্ন                                                                     মান : ৩০
     ‘বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। ’—কিসে?
        () ‘মেওস্বরে  
        () দুধ চুরিতে
        () অধার্মিকতায়   
        () কৃপণতায়
     ‘অপরিচিতাগল্পটি কবে প্রকাশিত হয়?
        () বঙ্গদর্শনে, ১৩২১ বঙ্গাব্দে
        () ভারতীতে, ১৯১৬ খ্রিস্টাব্দে
        () প্রভাকরে, ১৪১৩ বঙ্গাব্দে
       () সবুজপত্রে, ১৯১৪ খ্রিস্টাব্দে
     জুট মিলের কর্মচারীরা কত টাকা বেতন পায় বলেচাষার দুক্ষুপ্রবন্ধে উল্লেখ আছে?
        () ৪০০-৬০০ টাকা      
        () ৫০০-৭০০ টাকা
        () ৬০০-৮০০ টাকা      
        () ৭০০-৯০০ টাকা
       নিচের উদ্দীপকটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও :
        মহাবিদ্রোহী রণক্লান্ত,
        আমি সেই দিন হব শান্ত,
        যবে উত্পীড়নের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
        অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না
     উদ্দীপকেআমার পথপ্রবন্ধের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে
        i) অন্যায়ের প্রতিবাদ       
        ii) মঙ্গল সাধন
        iii) দাসত্বের অবসান
        নিচের কোনটি সঠিক?
        () i ii           () i iii
        () ii iii          () i, ii iii
     উদ্দীপকের অত্যাচারীআমার পথপ্রবন্ধে কোন দিকটি নির্দেশ করে?
        () রথের সারথি            () অহংকারের পৌরুষ
        () স্পষ্টভাষী                 () মিথ্যার জয়
     ‘কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা’—‘আহ্বানগল্পে উক্তিটি কে করেছিলেন?
        () চক্কোত্তি মশায়          () গল্পকথক
        () জমিরের বউ            () সর্দার
    Civilization বইটি কে লিখেছেন?
        () গি দ্য মোপাসাঁ         () ক্লাইভ বেল
        () বার্ট্রান্ড রাসেল         () জর্জ অরওয়েল
    সূক্ষ্মবুদ্ধি বলতে বোঝায়
        i) তীক্ষবুদ্ধিসম্পন্ন
        ii) গভীর জ্ঞানসম্পন্ন
        iii) বিচার-বিবেচনাসম্পন্ন
        নিচের কোনটি সঠিক?
        () i ii                    () i ররর
        () ii iii                   () i, ii iii
     আসন্ন যুদ্ধের জন্য মাসি-পিসি কী করে?
        () আর্তনাদ                 () হাহাকার
        () শলাপরামর্শ              () আয়োজন
       নিচের উদ্দীপকটি পড়ে ১০ ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
        দেখিনু সেদিন রেলে
        কুলি বলে এক বাবু সাব
        তারে ঠেলে দিল নিচে ফেলে
১০    উদ্দীপকের বাবুসাববায়ান্নর দিনগুলোরচনায় কাদের ইঙ্গিত বহন করে?
        () বাঙালি                  () ইংরেজ
        () ভারতীয়                 () পাকিস্তানি
১১    উদ্দীপক বায়ান্নর দিনগুলোরচনায় কী ফুটে উঠেছে?
        i) অত্যাচার
        ii) শোষণ
        iii) প্রতিবাদ
        নিচের কোনটি সঠিক?
        () i ii                   () i iii
        () ii iii                 () i, ii iii
১২    বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময়ে কোন ঋতু ছিল?
        () বর্ষা                      () শর
        () হেমন্ত                    () শীত
১৩    ‘ঘরের শত্রু বিভীষণ’— প্রবাদ বাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত?
        () স্বজনের প্রতি উদাসীনতা
        () পরধর্মের অনুসরণ
        () শত্রুপক্ষের সঙ্গে আঁতাত
        () দুর্জনের সাহচর্য
১৪   ঐকতানকবিতায় কবিআমার সুরের অপূর্ণতাবলতে বুঝিয়েছেন তাঁর
        i) সৃষ্টির অপূর্ণতা   
        ii) সাধনার অপূর্ণতা
        iii) অন্তরের অপূর্ণতা
        নিচের কোনটি সঠিক?
        () i ii                    () i iii
        () ii iii                  () i, ii iii
১৫    ‘সাম্যবাদীকবিতায় কবি হৃদয়কে কিসের সঙ্গে তুলনা করেছেন?
        () নীলাচল                 () জেরুজালেম
        () পারস্য                   () পাহাড় গুহা

       নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
        ১৯৭১ সালে মাতৃভূমির মুক্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দেন মতিউর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দিন জাহাঙ্গীরসহ লাখ লাখ মানুষ। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ
১৬    উদ্দীপকের ত্যাগী মানুষদের প্রতিচ্ছবি ফেব্রুয়ারি-১৯৬৯কবিতায় যাঁদের নির্দেশ করে তাঁরা হলেন
        i) সালাম    
        ii) বরকত
        iii) দুঃখিনী মাতা
        নিচের কোনটি সঠিক?
        () i ii                   () i iii
        () ii iii                  () i, ii iii
১৭    ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূলমন্ত্র কী ছিল?
        () আদর্শ                   () দেশপ্রেম
        () বিদ্রোহ                  () স্বাধিকার
১৮    ধানের গন্ধের মতো অস্ফুট কোনটি?
        () শালিক                  () লক্ষ্মীপ্যাঁচা
        () শঙ্খচিল                 () ভ্রমর
১৯    কবি শীতকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
        () অলখের পাথার        () মাঘের সন্ন্যাসী
        () দক্ষিণ দুয়ার            () কুহেলি উত্তরী
২০    উচ্চারিত সত্যের মতো স্বপ্নকে কী বলা যায়?
        () কবিতা                 () গল্প
        () কিংবদন্তি               () বিপ্লব

       নিচের উদ্দীপকটি পড়ে ২১ ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
        মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
        মোরা ঝর্ণার মতো চঞ্চল
        মোরা বিধাতার মতো নির্ভয়
        মোরা প্রকৃতির মতো স্বচ্ছল
২১    উদ্দীপকের কণ্ঠকেআঠারো বছর বয়সকবিতার কোন বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা যায়?
        () সম্ভাবনাময়             () অপ্রতিরোধ্য
        () দুঃসাহসী                 () প্রতিবাদী
২২    উক্ত বৈশিষ্ট্যের কারণে আঠারো বছর বয়সীরা হয়ে ওঠে
        i) নির্বিকার  
        ii) কল্যাণকামী
        iii) ধ্বংসাত্মক
        নিচের কোনটি সঠিক?
        () i ii           () i iii
        () ii iii          () i, ii iii
২৩    নূরলদীনের ডাকে কত খ্রিস্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল?
        () ১৭৮২           () ১৭৮৩
        () ১৭৮৪           () ১৭৮৫
২৪    ‘রক্তে আমার অনাদি অস্থিকবিতার পূর্ণ পর্বের মাত্রা কিভাবে বিন্যস্ত?
        () +            () +
        () +             () ১০+
২৫    সালু কাপড়ে আবৃত মাজার থেকে মজিদের শক্তি আসার কথাটির মধ্যে কী ফুটে উঠেছে?
        () অলৌকিক শক্তি        () ঐশ্বরিক শক্তি
        () ধর্ম ব্যবসা               () পীরের অনুগ্রহ

       নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
        বড়ই ভালোবাসিতাম, বড়ই বিশ্বাস করিতাম। সুখে থেকো। আমি তোমাকে ক্ষমা করিলাম। বিষ প্রয়োগে হত্যাকারী নিজ স্ত্রীকে (জাএদা) এই কথা বলেছিলেন, ইমাম হাসান (রা.)
২৬    জাএদার আচরণ কার সঙ্গে মেলে?
        () হ্যারি                     () আমিনা
        () মীর জাফর              () মীর মদন
২৭    তার (জাএদা) আচরণে ফুটে উঠেছে
        () বিশ্বাসঘাতকতা         () সততা
        () নিষ্ঠুরতা                  () ভণ্ডামি
২৮    ‘Victory of death’ সংলাপটি কার?
        () হলওয়েল                () ক্লাইভ
        () ক্লেটন                    () রজার ড্রেক
২৯    মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?
        () অস্বাভাবিক             () নাটকীয়
        () কাব্যিক                  () স্বাভাবিক
৩০.   ‘লালসালুকোন শ্রেণির উপন্যাস?
        () আঞ্চলিক                () মনস্তাত্ত্বিক
        () সামাজিক                () রূপক
 উত্তর :
. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.