এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেষ্ট -০৭
এইচএসসি
বাংলা ১ম পত্র মডেল
টেষ্ট -০৭
বহু নির্বাচনী প্রশ্ন
মান : ৩০
১। ‘এরা অসম্ভব পরিশ্রমী’ এখানে কোন প্রাণীর কথা বলা হয়েছে?
(ক) পাখি
(খ) মানুষ
(গ) বাঘ
(ঘ) পিঁপড়া
২। ‘একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে’—এর ভাবার্থ মাদাম লোইসেলের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) নতুন পোশাক কেনা
(খ) সুন্দরী না হওয়া
(গ) গহনা ধার করে হারিয়ে ফেলা
(ঘ) বিলাসিতা করা
৩। প্যালেস রয়েলে মসিয়ে ও মাদাম লোইসেল যে হীরার কণ্ঠহার দেখল তার দাম কত ছিল?
(ক) ৪০ হাজার ফ্রাঁ (খ) ৫০ হাজার ফ্রাঁ
(গ) ৩৬ হাজার ফ্রাঁ (ঘ) ৬০ হাজার ফ্রাঁ
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
ভারী বর্ষণে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খাদ বুঝতে না পেরে পাকিস্তানি বাহিনীর একটি জিপ উল্টে গেছে।
৪। উদ্দীপকে প্রাকৃতিক অবস্থাকে ‘রেইনকোট’ গল্পে কী নামে উপস্থাপন করা হয়েছে?
(ক) জেনারেল উইনটার (খ) জেনারেল মনসুন
(গ) ব্রিগেডিয়ার রেইন (ঘ) মেজর সিজন
৫। বিষয়টি ১৯৭১ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ—
i) পাকিস্তানিদের জন্য প্রতিকূল ছিল
ii) পাকিস্তানিরা এটিতে অভ্যস্ত ছিল না
iii) পাকিস্তানিরা এ বিষয়ে উদাসীন ছিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৬।
‘ল্যুভ মিউজিয়াম’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৫৪৪ খ্রিস্টাব্দে (খ) ১৫৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৫৪৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৫৪৭ খ্রিস্টাব্দে
৭। ‘মুসলিম লীগ’ সরকারকে বঙ্গবন্ধু অপরিণামদর্শী বলার কারণ—
i) ভুল সিদ্ধান্ত গ্রহণ
ii) ভাষা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ
iii) বঙ্গবন্ধুকে কারাগারে পাঠানো
নিচের কোনিট সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ)
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
৮। উদ্দীপকের ভাবের প্রতিফলন ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন ভূমিকায় দেখা যায়—
(ক) আত্মনিবেদনে
(খ) পরোপকারিতায়
(গ) সহিষ্ণুতায়
(ঘ) প্রাপ্তি ও দানে
৯। ‘আহ্বান’ গল্পে ব্যবহূত কোন শব্দটি পূজারি ব্রাহ্মণের উপাধি নির্দেশ করে?
(ক) বাড়ুজ্যে
(খ) ঘুঁটি
(গ) চক্কোত্তি
(ঘ) মুখুজ্যে
নিচের উদ্দীপকটি পড়ে ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
বাংলাদেশে নানা জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। বিভিন্ন উৎসবে সবাই আনন্দ উপভোগ করে।
১০। উদ্দীপকটি ‘আমার পথ’
প্রবন্ধে যেভাবে ফুটে উঠেছে—
i) আত্মকে চেনার স্বীকারোক্তি
ii) যার নিজের ধর্মের বিশ্বাস আছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না
iii) আত্মকে না চেনার স্বীকারোক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ)
i, ii ও iii
১১। ‘ধান্য তার বসুন্ধরা যার’—বলতে কী বোঝায়?
(ক) যে ক্ষমতার অধিকারী সম্পদ তার
(খ) যে পরিশ্রম করে সম্পদ তার
(গ) যার টাকা আছে সম্পদ তার
(ঘ) যে সম্মানের অধিকারী সম্পদ তার
১২। ‘অপরিচিতা’ গল্পটি ‘সবুজপত্র’ পত্রিকার কোন সংখ্যায় বের হয়?
(ক) ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়
(খ) ১৩২২ বঙ্গাব্দের পৌষ সংখ্যায়
(গ) ১৩২০ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়
(ঘ) ১৩১২ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়
১৩। ‘শত নির্যাতনের পরেও কৃষক মালেক মিয়া নির্বাক থাকেন। ’ ‘ঐকতান’
কবিতায় উল্লিখিত কোন শব্দটি ‘নির্বাক’-এর অনুরূপ?
(ক) স্তব্ধ (খ) মূক
(গ) অবজ্ঞা
(ঘ) গুণী
১৪। পুঁথি-কিতাব পড়া পণ্ডশ্রম, কারণ হলো—
i) মানুষের হৃদয়ই বড় পুঁথি-কিতাব
ii) পুঁথি-কিতাব মৃত-কঙ্কালস্বরূপ
iii) পুঁথি-কিতাব মগজে শূল হানে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
নৌকা চলে পদ্মায়। পদ্মা তো কখনো শুকায় না। কবে এ নদীর সৃষ্টি হইয়াছে কে জানে। সমুদ্রগামী জলপ্রবাহের আজও মুহূর্তের বিরাম নাই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ কোনো দিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। [পদ্মা নদীর মাঝি
: মানিক বন্দ্যোপাধ্যায়]
১৫। উদ্দীপকে পদ্মা নদীর বৈশিষ্ট্য ‘এই পৃথিবীতে এক স্থান আছে’
কবিতায় কোন নদীতে আছে?
i) গঙ্গা, যমুনা
ii) গঙ্গা, পদ্মা
iii) কর্ণফুলী, ধলেশ্বরী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৬। উদ্দীপকে পদ্মা নদীর প্রসঙ্গ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’
কবিতায় কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) গড়েছে আত্মীয় পল্লী, যমুনা-পদ্মার তীরে
(খ) পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী
(গ) সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী, পদ্মা ও জলাঙ্গীরে দেয় অবিরল জল
(ঘ) পদ্মা তোমার যৌবন চাই,
যমুনা তোমার প্রেম
১৭। ‘তাহারেই পড়ে মনে’
কবিতায় কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
(ক) আমের মুকুল (খ) মাধবী কুড়ি
(গ) বাতাবি লেবুর ফুল (ঘ) শাপলা ফুল
১৮। ‘সেই অস্ত্র’ কবিতায় ‘ট্রয়নগরী’ কিসের দৃষ্টান্ত?
(ক) ভালোবাসার
(খ) স্থাপত্যশিল্পের
(গ) যুদ্ধের নির্মমতার
(ঘ) জাত্যাভিমানের
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
হৃদয় তলে বহ্নি জ্বালি
চলেছি নিশিদিন
বরশা হাতে,
ভরসা প্রাণে,
সদাই নিরুদ্দেশ
মরুর ঝড় যেমন বহে
সকল বাধাহীন।
১৯। কবিতাংশে আঠারো বছর বয়সের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i) তারুণ্য ও যৌবনশক্তির গতিবেগ
ii) অদম্য প্রাণশক্তি
iii) কল্যাণব্রত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও
iii
২০। ‘আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
’
এখানে ‘পিঠে রক্তজবার মতো ক্ষত’
বলতে কী বোঝানো হয়েছে?
i) বাঙালির ওপর হাজার বছরের অত্যাচারের ইতিহাস
ii) বাঙালির ওপর পেছন দিকে থেকে ভীরু কাপুরুষের আঘাত
iii) ভীরু কাপুরুষের অত্যাচারের আঘাত এখনো তাজা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২১। ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’
কবিতায় নূরলদীন কাদের জেগে ওঠার আশায় ডাক দেবেন?
(ক) সাধারণ মানুষ (খ) শ্রমজীবী মানুষ
(গ) অভাগা মানুষ (ঘ) সংগ্রামী মানুষ
২২। ‘লোক-লোকান্তর’ কবিতাটি কবি আল-মাহমুদের কী ধরনের কবিতা?
(ক) ভাবমূলক (খ) আত্মপরিচয়মূলক
(গ) আত্মসমালোচনামূলক (ঘ) সনেটজাতীয়
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
তপুর হাতে ছিল একটি মস্ত প্ল্যাকার্ড। তার ওপর লাল কালিতে লেখা ছিল,
রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগল চারপাশে। ব্যাপার কী বোঝার আগেই চেয়ে দেখি, প্ল্যাকার্ডসহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু।
২৩। উদ্দীপকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’
কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে—
i) পাকিস্তানিদের অপশাসন ii) হানাদারদের বর্বরতা
iii) ভাষার কণ্ঠরোধে বাঙালি দমন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৪.
উদ্দীপকের তপু
‘ফেব্রুয়ারি ১৯৬৯’
কবিতায় কোন চরিত্রের প্রতীক?
(ক) আসাদুজ্জামান-মতিউর (খ) কর্নেল আতাউল গনি ওসমানী
(গ) সালাম-বরকত (ঘ) নূরলদীন
২৫। ‘নিলক্ষা’ শব্দের অর্থ কী?
ক. নীলের সমাহার খ. দৃষ্টিসীমা অতিক্রমী
গ. নীল আকাশ ঘ. নতুনের প্রতীক্ষা
২৬। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়?
ক. কলকাতায় খ. লন্ডনে
গ. প্যারিসে ঘ. ঢাকায়
২৭। ‘ওটা ছিল নিশান,
আনন্দের আর সুখের’ কী সম্পর্কে বলা হয়েছে?
(ক) মাজার, মজিদ
(খ) বতোর দিন,
হাসুনির মা
(গ থোতা মুখো তালগাছ, আমেনা বিবি
(ঘ) রুঠা জমি,
নধর নধর কচি ধান
২৮। চব্বিশপরগনার বার্ষিক আয় কত?
(ক) এক কোটি টাকা (খ) দশ লাখ টাকা
(গ) চার লাখ টাকা (ঘ) ত্রিশ হাজার টাকা
২৯। ক্লাইভের মতে, ‘নবাবের কোনো ক্ষমতা নেই’। তার প্রমাণ হলো—
i) তাঁর প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক
ii) তাঁর প্রধান অমাত্যরা বিশ্বাসঘাতক
iii) তাঁর খালা ঘসেটি বেগম বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও
ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৩০। ‘সিরাজউদ্দৌলা আমার কেউ নয়, সিরাজউদ্দৌলা বাংলার নবাব’—উক্তিটি কার?
(ক) মীর জাফরের (খ) লর্ড ক্লাইভের
(গ) মোহনলালের (ঘ) ঘসেটি বেগমের
উত্তর :
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১.
খ ১২.
খ ১৩.
গ ১৪.
ঘ ১৫.
গ ১৬.
খ ১৭.
ক ১৮.
গ ১৯.
গ ২০.
ক ২১.
গ ২২.
খ ২৩.
ঘ ২৪. গ ২৫.
খ ২৬.
ক ২৭.
ক ২৮. গ ২৯.
ঘ ৩০.
ঘ।
No comments