এইচএসসি পরীক্ষার্থীদের জীববিজ্ঞান প্রথমপত্র টিউটোরিয়াল -০৩
৮ম
অধ্যায়
টিস্যু
ও টিস্যু তন্ত্র : মৌলিক আলোচনা ও নমুনা উদ্দীপক
টিস্যু আসলে অন্য কিছু নয়, কোষেরই আর এক নাম টিস্যু। যখন একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে এবং সংঘবদ্ধভাবে অবস্থান করে একই কাজ সম্পন্ন করে তখন সেই একগুচ্ছ কোষকে আমরা টিস্যু বলি। ‘তাহলে প্রশ্ন আসে কোষ কেন টিস্যুতে পরিণত হয় বা বিভক্ত হয়?
টিস্যু আসলে অন্য কিছু নয়, কোষেরই আর এক নাম টিস্যু। যখন একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে এবং সংঘবদ্ধভাবে অবস্থান করে একই কাজ সম্পন্ন করে তখন সেই একগুচ্ছ কোষকে আমরা টিস্যু বলি। ‘তাহলে প্রশ্ন আসে কোষ কেন টিস্যুতে পরিণত হয় বা বিভক্ত হয়?
একটু
খেয়াল করলেই আমরা দেখতে পাই, বহু কোষী জীবে প্রত্যেকটি কাজই একগুচ্ছ কোষ করে থাকে।
এভাবে বিভিন্ন কোষগুচ্ছ বিভিন্ন কাজ করে থাকে। তাহলে বলা যায় কাজের স্বার্থে যে
শ্রমবিভাগ দেখা যায় তার জন্যই টিস্যু সৃষ্টি হয়। অর্থাৎ একগুচ্ছ কোষ টিস্যুতে
পরিণত হয়ে নির্ধারিত কাজে নিয়োজিত হয়।
“টিস্যুর
বিভাজন ক্ষমতা, টিস্যু গঠনকারী কোষগুলোর প্রকারভেদ, টিস্যুর অবস্থান, কার্য
প্রভৃতির দিক থেকে বিভিন্ন ভাগে টিস্যু বিভক্ত হয়। “আবার একই ধরনের কাজ করে
এমন কতকগুলো টিস্যু মিলে একটি টিস্যু তন্ত্র গঠন করে।
“অনেক
সময় একটি টিস্যুও একটি টিস্যু তন্ত্র গঠন করতে পারে। তাহলে এ অধ্যায়ে উদ্ভিদের কোন
টিস্যু কোথায় অবস্থান করে। কোন টিস্যু কী কাজ করে, কী টিস্যু সিস্টেমে কার্যাদি
সম্পন্ন হচ্ছে সেগুলো তোমাদের চিত্রসহকারে জানতে হবে।
তাহলে
এ অধ্যায়ে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে তোমাদের সমস্যা হবে না।
নিম্নে
একটি নমুনা উদ্দীপক দেয়া হল
(ক)
হার্ড বাস্ট কী? ১
(খ)
ক্যাসপেরিয়ান ফিতা বলতে কী বুঝ? ২
(গ)
উদ্দীপকের চিত্রটির বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাও। ৩
(ঘ)
উদ্দীপকের চিত্রটি উদ্ভিদের জীবন কার্যে কী ভূমিকা পালন করে? ৪
প্রশ্নের
উত্তর
উত্তর
(ক) : কখনও কখনও স্কেলেরেনকাইমা গঠিত পরিচক্র ভাস্কুলার বান্ডলের মাথায় টুপির মতো
অবস্থান করে। একে হার্ড বাস্ট বলে।
উত্তর
(খ) : উদ্ভিদ দেহের অন্তঃত্বক বা এন্ডোডার্মাল কোষগুলোর ভেতরের প্রাচীর লিগনিন ও
সুবেরিন গঠিত ফিতার মতো আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে। এ ফিতাকে ক্যাসপেরিয়ান ফিতা
বলে।
উত্তর
(গ) : উদ্দীপকের চিত্রটি একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। নিম্নে তার
বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখানো হল:
চিত্র
: একবীজপত্রী উদ্ভিদের মূলে প্রস্থচ্ছেদ
উত্তর
(ঘ) : উদ্দীপকের চিত্রটির অন্তর্গাঠনিক উপাদানগুলো উদ্ভিদের জীবন কার্যে নিম্নলিখিত
ভূমিকা পালন করে থাকে। যেমন-
(১)
এপিব্লোমা বা মূলত্বক : পানি ও খনিজ লবণ শোষণ করে এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে।
(২)
কর্টেক্স বা বহির্মজ্জা : খাদ্য সঞ্চয় করে।
(৩)
এন্ডাডার্মিস বা অন্তত্বক : কর্টেক্স হতে পরিচক্রকে পৃথক করা এবং সম্ভবত পানি
প্রবেশ নিয়ন্ত্রণ করে।
(৪)
পেরিসাইকেল বা পরিচক্র : নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে।
(৫)
ভাস্কুলার বাণ্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ : খাদ্যদ্রব্য পরিবহন করে।
(৬)
মজ্জা রশ্মি : পরিচক্র ও মজ্জার মধ্যে সংযোগ রক্ষা করে।
(৭)
পিথ বা মজ্জা : খাদ্য সঞ্চয় করে।
No comments