সুচেতনা কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সুচেতনা কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এখানে কবি জীবনানন্দ দাশ রচিত সুচেতনা কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর নিচে দেওয়া হলো-

 

লেখক-পরিচিতি

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়?

উত্তর: জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশের মায়ের নাম কী?

উত্তর: জীবনানন্দ দাশের মায়ের নাম কুসুমকুমারী দাশ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: কুসুমকুমারী দাশ কী হিসেবে বিখ্যাত ছিলেন?

উত্তর: কুসুমকুমারী দাশ কবি হিসেবে বিখ্যাত ছিলেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশ কার কাছ থেকে কবিতা লেখার প্রেরণা লাভ করেন?

উত্তর: জীবনানন্দ দাশ তাঁর মা কুসুমকুমারী দাশের কাছ থেকে কবিতা লেখার প্রেরণা লাভ করেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশের পিতার নাম কী?

উত্তর: জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাশ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশ মূলত কোন পেশায় নিয়োজিত ছিলেন?

উত্তর: জীবনানন্দ দাশ মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশ কবিতায় কেমন জগৎ তৈরি করেন?

উত্তর: জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম গভীর অনুভবের জগৎ তৈরি করেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-: জীবনানন্দ দাশের কবিতায় নিসর্গের সঙ্গে কী যুক্ত হয়?

উত্তর: জীবনানন্দ দাশের কবিতায় নিসর্গের সঙ্গে অনুভব বোধের বহুতর মাত্রা যুক্ত হয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১০: রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে কী বলে আখ্যায়িত করেছেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে 'চিত্ররূপময়' বলে আখ্যায়িত করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১১: 'নির্জনতম কবি' কে?

উত্তর: 'নির্জনতম কবি' জীবনানন্দ দাশ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১২: কবি বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কী বলে অভিহিত করেছেন?

উত্তর: কবি বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে অভিহিত করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১৩: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবনানন্দ দাশের কোন ধরনের কবিতা বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিল?

উত্তর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবনানন্দ দাশের প্রকৃতিবিষয়ক কবিতা বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিল।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১৪: ‘মহাপৃথিবী' গ্রন্থটি কে রচনা করেছেন?

উত্তর: 'মহাপৃথিবী' গ্রন্থটি জীবনানন্দ দাশ রচনা করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১৫: 'মহাপৃথিবী' গ্রন্থটি কোন শ্রেণির গ্রন্থ?

উত্তর: 'মহাপৃথিবী' একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১৬: 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটির কবি কে?

উত্তর: 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটির কবি জীবনানন্দ দাশ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১৭: 'মাল্যবান' জীবনানন্দ দাশের কোন শ্রেণির গ্রন্থ?

উত্তর: 'মাল্যবান' জীবনানন্দ দাশ রচিত একটি বিখ্যাত উপন্যাস।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১৮: 'কবিতার কথা' কোন শ্রেণির গ্রন্থ?

উত্তর: ‘কবিতার কথা' একটি প্রবন্ধ গ্রন্থ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-১৯: জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তর: জীবনানন্দ দাশ ১৯৫৪ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২০: কবি জীবনানন্দ দাশ কীভাবে মৃত্যুবরণ করেন?

উত্তর: কবি জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

 

মূলপাঠ

সংক্ষিপ্ত প্রশ্ন-২১: কবি সুচেতনাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর: কবি সুচেতনাকে এক দূরতর দ্বীপের সঙ্গে তুলনা করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২২: 'সুচেতনা' কবিতায় বিকেলের নক্ষত্রের কাছে কী আছে?

উত্তর: 'সুচেতনা' কবিতায় বিকেলের নক্ষত্রের কাছে আছে এক দূরতর দ্বীপ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২৩: কোথায় নির্জনতা আছে?

উত্তর: দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতা আছে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২৪: দারুচিনি-বনানীর ফাঁকে কী আছে?

উত্তর: দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতা আছে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২৫: কবি জীবনানন্দ দাশের মতে, কোনটি শেষ সত্য নয়?

উত্তর: কবি জীবনানন্দ দাশের মতে, এই পৃথিবীর রণ রক্ত সফলতা শেষ সত্য নয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২৬: 'সুচেতনা' কবিতায় কবি প্রাণ কোথায় ঘুরেছে?

উত্তর: 'সুচেতনা' কবিতায় কবি প্রাণ অনেক রূঢ় রৌদ্রে ঘুরেছে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২৭: 'সুচেতনা' কবিতায় কবি পৃথিবীর মানুষকে কেমন ভালোবাসা দিতে চেয়েছেন?

উত্তর: 'সুচেতনা' কবিতায় কবি পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে চেয়েছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২৮: 'সুচেতনা' কবিতায় কবি মানুষকে ভালোবাসা দিতে গিয়েও কী দেখেছেন ?

উত্তর: 'সুচেতনা' কবিতায় কবি মানুষকে ভালোবাসা দিতে গিয়েও দেখেছেন হয়তো নিহত অবস্থায় পড়ে আছেন তাঁর স্বজন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-২৯: 'সুচেতনা' কবিতায় কবি কার গভীর অসুখের কথা বলেছেন?

উত্তর: ‘সুচেতনা' কবিতায় কবি পৃথিবীর গভীর অসুখের কথা বলেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩০: 'সুচেতনা' কবিতামতে মানুষ কার কাছে ঋণী?

উত্তর: 'সুচেতনা' কবিতামতে মানুষ পৃথিবীর কাছে ঋণী।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩১: কোনটি অনেক শতাব্দীর মনীষীর কাজ?

উত্তর: পৃথিবীর ক্রমমুক্তি অনেক শতাব্দীর মনীষীর কাজ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩২: কোন আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে?

উত্তর: সুচেতনার আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৩: 'সুচেতনা' কবিতায় কোন বাতাসের কথা উল্লেখ আছে?

উত্তর: ‘সুচেতনা' কবিতায় পরম সূর্যকরোজ্জ্বল বাতাসের উল্লেখ আছে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৪: সূর্যকরোজ্জ্বল বাতাসের সঙ্গে কবি কীসের তুলনা করেছেন?

উত্তর: সূর্যকরোজ্জ্বল বাতাসের সঙ্গে কবি ভালো মানব-সমাজের তুলনা করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৫: ক্লান্ত ক্লান্তিহনি নাবিকের হাতে কবি কী গড়ে দিতে চান?

উত্তর: ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে কবি ভালো মানব-সমাজ গড়ে দিতে চান।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৬: ক্লান্ত ক্লান্তিহীন নাবিকেরা নিজ হাতে কী গড়ে দেবে?

উত্তর: ক্লান্ত ক্লান্তিহীন নাবিকেরা নিজ হাতে ভালো মানব-সমাজ গড়ে দেবে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৭: ক্লান্তিহীন নাবিকেরা কখন ভালো মানব-সমাজ গড়তে পারবে বলে কবি আশা করেন?

উত্তর: ক্লান্তিহীন নাবিকেরা ঢের দূর অন্তিম প্রভাতে ভালো মানব-সমাজ গড়তে পারবে বলে কবি আশা করেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৮: মাটি পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?

উত্তর: মাটি পৃথিবীর টানে কবি মানবজন্মের ঘরে এসেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৯: কোথায় এসে কবির না এলেই ভালো হতোএমন অনুভব হয়েছে?

উত্তর: মানবজন্মের ঘরে এসে কবির না এলেই ভালো হতো- এমন অনুভব হয়েছে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪০: শিশির শরীর ছুঁয়েকবির কী মনে হয়?

উত্তর: শিশির শরীর ছুঁয়ে কবির মনে হয় মানবজন্মের ঘরে এসে গভীরতর লাভ হয়েছে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪১: কবি কখন শিশির শরীর ছুঁয়েছেন?

উত্তর: কবি শিশির শরীর ছুঁয়েছেন সমুজ্জ্বল ভোরে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪২: শাশ্বত রত্রির বুকে কী হবে বলে কবির বিশ্বাস?

উত্তর: শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় হবে বলে কবির বিশ্বাস।

 

শব্দার্থ টীকা

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৩: শুভচেতনার কথা বোঝাতে কবি কোন শব্দ ব্যবহার করেছেন?

উত্তর: শুভচেতনার কথা বোঝাতে কবিসুচেতনা' শব্দটি ব্যবহার করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৪: কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন চেতনায় কী বিরাজ করে?

উত্তর: কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন চেতনায় নির্জনতা বিরাজ করে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৫: 'সুচেতনা' কবিতা অনুযায়ী কী সর্বত্র বিস্তারিত বা বিরাজমান নয়?

উত্তর: 'সুচেতনা' কবিতা অনুযায়ী শুভচেতনা সর্বত্র বিস্তারিত বা বিরাজমান নয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৬: সভ্যতার বিকাশের পাশাপাশি কী সংঘটিত হয়েছে?

উত্তর: সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ রক্তপাত-প্রাণহানি সংঘটিত হয়েছে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৭: কোনটি পৃথিবীর শেষ সত্য নয়?

উত্তর: সভ্যতার ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৮: কীভাবে ভালোবাসার পরিণামে পৌঁছাতে হয়?

উত্তর: অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই ভালোবাসার পরিণামে পৌঁছাতে হয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৯: পৃথিবীব্যাপ্ত গভীর অসুখ থেকে মুক্তির পথ কী?

উত্তর: পৃথিবীপ্যপ্ত গভীর অসুখ থেকে মুক্তির পথ শুভচেতনা।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫০: পৃথিবীতে মানবরূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত মনে হয় কখন?

উত্তর: ব্যক্তিক সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানবরূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত মনে হয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫১: কোনটি আমাদের গভীরভাবে প্রাণিত ঋণী করে?

উত্তর: পৃথিবী শুভচেতনা থেকে প্রাপ্তিই আমাদের গভীরভাবে প্রাণিত ঋণী করে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫২: পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে কী আছে?

উত্তর: পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে আছে সূর্যোদয়, মুক্তির দিশা।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৩: কীভাবে আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে?

উত্তর: সুচেতনার বিকাশে আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৪: কোন ধরনের সংকট প্রত্যক্ষ করে কবি মানবরূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত মনে করেছেন?

উত্তর: ব্যক্তিক সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে কবি মানবরূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত মনে করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৫: কোন প্রাপ্তি আমাদের শেষ পর্যন্ত গভীরভাবে প্রাণিত করে?

উত্তর: পৃথিবীর সুচেতনা থেকে প্রাপ্তিই আমাদের শেষ পর্যন্ত গভীরভাবে প্রাণিত করে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৬: পৃথিবীব্যাপ্ত অশুভের অন্তরালে কী আছে?

উত্তর: পৃথিবীব্যাপ্ত অশুভের অন্তরালে আছে সূর্যোদয়, মুক্তির দিশা।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৭: কোথায় অনন্ত সূর্যোদয় হবে বলে কবির বিশ্বাস?

উত্তর: শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় হবে বলে কবির বিশ্বাস।

 

পাঠ-পরিচিতি

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৮: 'সুচেতনা' কবিতাটির রচয়িতা কে?

উত্তর: 'সুচেতনা' করিতাটির রচয়িতা জীবনানন্দ দাশ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৯: 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?

উত্তর: 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন জীবনানন্দ দাশ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬০: ‘সুচেতনা' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

উত্তর: 'সুচেতনা' কবিতাটি 'বনলতা সেন' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬১: 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬২: 'সুচেতনা' সম্বোধনে কবি কাকে সম্বোধন করেছেন?

উত্তর: ‘সুচেতনা' সম্বোধনে কবি তাঁর আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে সম্বোধন করেছেন।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৩: কবির বিশ্বাসমতে, সুচেতনা কোন ধরনের ধারণা?

উত্তর: কবির বিশ্বাসমতে, সুচেতনা দূরতম দ্বীপসদৃশ একটি ধারণা।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৪: যুদ্ধে, রক্তে কী নিঃশেষিত নয়?

উত্তর: সুচেতনা যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৫: জীবনানন্দ দাশ তাঁর চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন কোন শব্দের ব্যবহারে?

উত্তর: জীবনানন্দ দাশ তাঁর চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন 'সুচেতনা' শব্দের ব্যবহারে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৬: বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করা যাবে কীসের মাধ্যমে?

উত্তর: বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করা যাবে সুচেতনার মাধ্যমে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৭: জীবন্মুক্তির চেতনাগত সত্য কী প্রজ্বালিত করবে?

উত্তর: জীবন্মুক্তির চেতনাগত সত্য পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বালিত করবে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৮: কী মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে?

উত্তর: জীবনমুক্তির চেতনাগত সত্য অর্থাৎ সুচেতনা মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৯: কবির বিশ্বাসমতে, শাশ্বত রাত্রির বুকে কী প্রকাশিত হবে?

উত্তর: কবির বিশ্বাসমতে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় প্রকাশিত হবে।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-৭০: কে শ্বাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে?

উত্তর: সুচেতনা শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে।

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.